Type Here to Get Search Results !

পঞ্চগড়ে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা

নজরুল ইসলাম , বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা সহ নানা অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা নিরাপদ খাদ্য অফিস ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় হোটেল হাইওয়েকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, হোটেল নুরজাহানকে মেয়াদ ছাড়া খাবার সংরক্ষণ করা, সপ্ন সুপার সপে মূল্য তালিকা না রাখায় সহ নানা অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ইফতার বাজার মনিটরিং সহ বিভিন্ন মুদি দোকান পরিদর্শন করা হয়। এ সময় আনুমানিক ১০ কেজি রংযুক্ত চিপস জব্দ ও ধ্বংস করা হয় এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী সতর্ক করা হয়। 
সমন্বিত এ অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম উদ দৌলা, সদর নিরাপদ খাদ্য পরিদর্শক ও পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক, জেলা পুলিশ ও আনসারের একটি দল। 
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায় বলেন, জেলার বিভিন্ন হাট বাজারে এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও ব্যবসায়ীদের সর্তক করা হয়। তবে যারা আইন অমান্য করছে তাদের জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies