Type Here to Get Search Results !

চিলাহাটিতে স্ত্রী হত্যার অভিযোগে ৩ জনের নামে মামলা : আটক-১

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বিউটি আক্তার (২১) নামে এক গৃহবধূঁকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রেজওয়ান কবির নাসিরের (২৯) বিরুদ্ধে। রেজওয়ান কবির নাসির চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের মুক্তিরহাট সাতঘড়িয়া পাড়ার বেলাল উদ্দিনের ছেলে। নিহত বিউটি আক্তারের বড়ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে নাসিরসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, মামলা নম্বর-১৩।
অন্যান্য আসামীরা হলেন নাসিরের মা আকলিমা বেগম(৪৮) ও বাবা বেলাল উদ্দিন(৫৫)। মামলা সূত্রে জানা যায়- চার বছর আগে পারিবারিকভাবে বিউটি আক্তারের সাথে রেজওয়ান কবির নাসিরের বিয়ে হয়।তাদের দাম্পত্য জীবনে চার বছরের এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের সময়ের যৌতুকের এক লক্ষ টাকার জন্য তাদের কলহ লেগে থাকতো।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত অনুমান সাড়ে ৮ দিকে যৌতুকের টাকার জন্য চাপ দেয় নাসির। বিউটি আক্তার টাকা আনতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে স্বামী নাসির লাঠি দিয়ে বেদম মারধোর করে। এবং রাত অনুমান সাড়ে ১০ দিকে শয়ন করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে বিউটি আক্তারকে হত্যা করে।
হত্যার ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে ঘরে থাকা কাঠের আনলায় বিউটি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যা করেছে বলে নাসিরসহ তার বাবা মা প্রচার করে।
ডোমার থানা সাব ইন্সপেক্টর মিজানুর রহমান মিজান মামলার বিষয়টি নিশ্চিত করে চিলাহাটি ওয়েবকে জানান- মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এবং নিহত বিউটি আক্তারের স্বামী নাসিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Top Post Ad

Hollywood Movies