Type Here to Get Search Results !

চিলাহাটিতে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সকালে ঘাসের ডগায় শিশির ভেজা মুক্তকণা জানান দিচ্ছে শীত আসছে। দেশের উত্তরে হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় নীলফামারী জেলার চিলাহাটিতে বরাবরই শীতের প্রকোপ একটু বেশিই থাকে।
এবারও আগেভাগেই শীত পড়েছে এখানে। সন্ধ্যা নামলেই গায়ে জড়াতে হচ্ছে গরম কাপড়। ফলে শীত নিবারণে এ জেলার মানুষের প্রস্তুতি চলছে পুরোদমে। শীত জেঁকে বসার আগেই চিলাহাটির বিভিন্ন অঞ্চলে লেপ তোষক তৈরির ধুম পড়েছে। ক্রেতারা ভিড় জমাতে শুরু করছেন লেপ-তোষকের দোকানে। আর তাই লেপ-তোষক তৈরিতে বেশ ব্যস্ত সময় পাড় করছেন চিলাহাটির কারিগররা।
সরেজমিনে ঘুরে দেখা যায়- চিলাহাটির বিভিন্ন হাট-বাজার গুলোতে লেপ-তোষক প্রস্তুতকারি বিভিন্ন দোকান মালিক-শ্রমিক, ধুনাইকাররা এখন তুলাধুনায় ও লেপ-তোষক সেলাইয়ের কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। লেপ-তোষকের দোকানগুলোতেও বাড়ছে ক্রেতাদের আনাগোনা। লেপ তৈরির অর্ডারও দিচ্ছেন অনেকে।
কারিগর ফারুক চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন- দিন যতই গড়াচ্ছে শীতের তীব্রতা ততই বেশি বাড়ার আশংকায় বিভিন্ন গ্রামের মানুষ নতুন নতুন লেপ তৈরি করছে। বছরের অন্যান্য সময় বেচাকেনা কম হলেও শীত মৌসুমে বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। প্রতিদিন গড়ে ৮-১০ টি লেপ তৈরির অর্ডার পাচ্ছেন বলে জানান তিনি।
তিনি বলেন- চেষ্টা করছি সঠিক সময়ে গ্রাহকদের কাছে পণ্য ডেলিভারি দিতে পারবো। অর্ডার নেওয়ার পাশাপাশি অগ্রিম কিছু লেপ, বালিশ, তোষক বানিয়ে রেখেছি। ক্রেতাদের কাছে এসব রেডিমেট হিসেবে বিক্রি করি। মজুরি হিসেবে বালিশ প্রতি পিস ২০ টাকা, লেপ দুইশ থেকে তিনশ টাকা, তোষক তিনশ থেকে চারশ টাকা হারে নেওয়া হয়।

Top Post Ad

Hollywood Movies