Type Here to Get Search Results !

শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা দ্বী-মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন ও মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) কাটলা দ্বী-মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূর্নীতির বিষয়টি বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে,শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর আগে মঙ্গলবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মালিকানাধীন ৩০টি দোকানের ১ থেকে ২ লাখ টাকা জামানত নিয়ে বিভিন্ন জনের কাছে দোকানগুলো বরাদ্দ দেন। দীর্ঘ কয়েক বছর ধরে জামানত এবং দোকান ভাড়ার লক্ষ লক্ষ টাকা বিদ্যালয়ের হিসাবে জমা না করে প্রধান শিক্ষক নিজে আত্মসাৎ করেন। এবিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে শিক্ষার্থীদের পক্ষ হতে দশম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির হোসেন জানান, প্রধান শিক্ষক নজরুল ইসলাম নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ঠিক মতো ক্লাস নেন কিনা
এ বিষয়ে তিনি কোন খোঁজ রাখেন না।মাস শেষে সরকারী বেতন এবং দোকানের ভাড়া নিয়ে চলে যান।দিন দিন বিদ্যালয়ের লেখাপড়ার মান খারাপ হচ্ছে। এ কারনেই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি।
এবিষয়ে মুঠোফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সাথে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার নুজহাত তাসনিম আওন বলেন,প্রধান শিক্ষকের পদত্যাগসহ টাকা আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।
বিষয়টি নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট জমা দানের নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies