আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : উত্তরের সীমান্তবর্তী এলাকা চিলাহাটি থেকে ঢাকাগামী দুইটি আন্তঃনগর ট্রেনে যুক্ত হল লাগেজ ভ্যান। গত ১৯ মার্চ ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এবং ২০ মার্চ আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ লাগেজ ভ্যান দুটি যুক্ত হল। এতে করে এই এলাকার মানুষজন অল্প খরচে কৃষিজাত পণ্য পরিবহন করতে পারবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন’ প্রকল্পের আওতায় এসব লাগেজ ভ্যান সংযোজন করা হচ্ছে।
চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার হায়দার আলী জানান- এ লাগেজ ভ্যান দুটি সংযুক্ত করার কারণে এই এলাকার মানুষজন খুব দ্রুত সময়ে কম খরচে তাদের মালামাল পরিবহন করতে পারবে। খুব শীঘ্রই আন্তঃনগর রুপসা এবং সীমান্ত এক্সপ্রেস ট্রেনেও লাগেজ ভ্যান সংযোজন হবে বলে তিনি জানান।

.jpg)