চিলাহাটিতে দিবাকালীন ট্রেনের দাবিতে মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 21, 2023 | 3/21/2023 04:38:00 PM


আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত দিবাকালীন আরেকটি আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সুশীল সমাজ ও সাংবাদিকরা।
আজ মঙ্গলবার দুপুরে অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম পাঠক ফোরাম, চিলাহাটি প্রেসক্লাব এবং চিলাহাটি সু-মিতা সংস্কৃতিক পরিষদ এর ব্যানারে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মনজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিলাহাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জুয়েল বসুনীয়া, সহ-সভাপতি মাহবুবুল আলম ওহাবুল,সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, সিনিয়র সাংবাদিক এ.আই পলাশ, সমাজসেবক মহাব্বত হোসেন বাবু, সু-মিতা সংস্কৃতিক পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, রাশেদুল করিম তুষার, ফেসবুক ভিত্তিক গ্রুপ চিলাহাটি আমাদের চিলাহাটির সদস্য শরিফ বিল্লাহ, সেসটেভ এর নির্বাহী পরিচালক রুবাইয়াত হোসেন ডন, জাতীয় শ্রমিকলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া। মানববন্ধন শেষে রাজশাহী গামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিকে ১০ মিনিট থামিয়ে রাখা হয়।

চাঁন্দখানা ঘুনুরাম উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ এবং এসএসসি বিদায় অনুষ্ঠান


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি'র চঁন্দ্খানা ঘুনুরাম (জিআর) উচ্চ বিদ্যালয় এর নবীন ছাত্র-ছাত্রীদের বরণ এবং এসএসসি পরীক্ষাথীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্কুল মাঠ প্রাঙ্গনে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি জিয়াউল কবীর জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চঁন্দ্খানা ঘুনুরাম (জিআর) উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেতকীবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম বসুনিয়া, কেতকীবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, চঁন্দ্খানা ঘুনুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রিয়া ও কবিতা আবৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক উম্মে জুবায়েদা।

চিলাহাটিতে ২৬ মার্চ নতুন ট্রেন নয়, চলবে নীলসাগরের নতুন বগি

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 19, 2023 | 3/19/2023 12:25:00 PM


আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি হতে ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন বগি (নতুন ব্র্যান্ডে) চলাচল করবে বলে রেলওয়ে সূত্র মতে জানা গেছে।
তাহলে কি চিলাহাটিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে না। চিলাহাটিবাসী দীর্ঘদিন থেকে দাবি করে আসছে চিলাহাটি-ঢাকা রুটে দিবাকালীন একটি আন্তঃনগর ট্রেন চালুর জন্য।
সম্প্রতি রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন চিলাহাটি পরিদর্শনকালে চিলাহাটিবাসীকে দিবাকালীন চিলাহাটি-ঢাকা একটি আন্তঃনগর ট্রেন দেওয়ার আশ্বাস দেন। এবং তিনি বলেন যে "চিলাহাটি এক্সপ্রেস" নামে চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত দিবাকালীন আরেকটি আন্তঃনগর ট্রেন চলবে।
অপরদিকে এই ট্রেনটির পরিবর্তে বর্তমান চলাচলকারী চিলাহাটি-ঢাকা রুটে আন্তঃনগর নীলসাগর ট্রেনটির বগি পরিবর্তন করে নতুন আঙ্গিকে নতুন ডিজাইনের বগি দেওয়া হবে বলে রেলওয়ে সূত্র মতে জানা গেছে।

চিলাহাটিতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, March 17, 2023 | 3/17/2023 11:20:00 PM


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে আজ শুক্রবার রাত ৯ টায় চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়।
ছাত্রলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জিয়াউল কবির জিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম বসুনীয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান রাকিব আহসান প্রধান, আওয়ামীলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি আদুল আজিজ হারিজ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক ভবানী রায়, যুবলীগ সভাপতি মোনা শাহ, সেচ্ছাসেবক লীগ সভাপতি আরিফুল ইসলাম মহব্বত, সাধাঃসম্পাদক আব্দুর রশিদ, তাতিলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি চিত্ত রন্জন রায়, ছাত্রলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মেহেদী হাচান,যুগ্ন সম্পাদক লাবু হাচান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সাধাঃসম্পাদক আশরাফুল ইসলাম।
অপরদিকে ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ দিবসটির যথাযথ মর্যাদায় পালন করে।

পীরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, অবিসংবাদিত নেতা, কালজয়ী মহানায়ক, বিশ্বের শ্রেষ্ঠ বক্তা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পণ, পৌরসভার পূর্ব চৌরাস্তা মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পণ করা, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কেটে দিবসের শুভ সূচনা, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা, পেগডা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখ শান্তি ও বিদেহী আত্মার  মাগফিরাত কামনার লক্ষ্যে বিশেষ মুনাজাতের আয়োজন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির। 

পীরগঞ্জে দুম্বার মাংস বিতরণ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা প্রশাসন সরকারি নিয়ম অনুযায়ী এবং শান্তিপূর্ণ পরিবেশে দুম্বার মাংস বিতরণ করেছে। বিশুদ্ধ ও নিরাপদ মাংস পেয়ে বীর মুক্তিযোদ্ধা, এতিম শিশুরা ও দুস্থ মানুষ খুশি হয়েছে।
সৌদি আরব থেকে আগত এসব দুম্বার মাংস বুধবার রাতে উপজেলা প্রশাসন সুশৃঙ্খল পরিবেশে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় এতিম শিশুদের ও পৌর এলাকা সহ উপজেলার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চিলাহাটিতে অভিমান করে যুবকের আত্মহত্যা

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 16, 2023 | 3/16/2023 03:02:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে পিতা-মাতার উপর অভিমান করে এক যুবক আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে।
গতকাল বুধবার বিকালে চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনতা পাড়ায় এ ঘটনা ঘটে।
চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবিদ হোসেন পলাশ এর একমাত্র ছেলে আকিব প্রধান পরিবারের উপর অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।