চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, May 26, 2023 | 5/26/2023 06:27:00 PM

চিলাহাটিতে কৃষি বিষয়ক পরামর্শ

বিরামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, May 25, 2023 | 5/25/2023 07:49:00 PM

ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিরামপুর উপজেলাপ্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরআয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৫মে) সকাল ১১ ঘটিকার সময় বিরামপুর উপজেলাঅডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে,আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব খায়রুল আলম রাজু চেয়ারম্যান বিরামপুর উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিরামপুর পৌরসভার জননন্দিত মেয়র আক্কাস আলী।এসময় উপস্থিত ছিলেন বিরামপুরউপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুরাদহোসেন, বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ ইসলাম মন্ডল মেজবা, মহিলাভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত , বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অদোত্ত ঘোষ অপু,বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মেসবাউল হক। এছাড়াও উপজেলা কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রধানগণ,সূধীগনসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জাতীয় জীবনে কবি নজরুল ইসলামের নানা অবদানের কথা তুলেধরেন। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের আগুন জ্বালালেও প্রেমময় নজরুল হিমালয়ের মতোই শুভ্র।তাইতো তিনি দ্রোহ ও প্রেমের কবি। বাংলা সাহিত্যের গতিপথ পাল্টে বিদ্রোহ-প্রতিবাদ-প্রতিরোধের ধারা তৈরি করেন তিনিই। সাম্য, মানবতার বাণীওস্পষ্ট নজরুলের সাহিত্যকর্মে।ইসলামি সঙ্গীত বা গজল এর জন্মদাতা নজরুল। তিন হাজারের ওপর গান রচনা ও সুরকরেছেন। গবেষকরা বলছেন, অস্থির বিশ্বে নজরুলের গানই তৈরি করতে পারেঅসাম্প্রদায়িক সমাজ। ১৯৭৬ সালে একুশে পদক পান তিনি। ঐ বছরের ২৯ আগস্ট চলে যান না ফেরার দেশে।

রানীরবন্দরে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর)আসনের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনেরবিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা করেন আসন্নদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেন দিনাজপুর-৪ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশীজেলা আওয়ামী লীগের সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদহোসেন। বুধবার (২৪ মে) রাতে রাণীরবন্দর গরুহাটি মাঠে মতবিনিময় সভাটি হয়। এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক,চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আজম পারভেজ,নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান আলম, খানসামা উপজেলাআওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার,খানসামা উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, প্রভাষক হাজ্জাজ আল হাদী বড়বাবু, বাংলাদেশ আওয়ামী লীগও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয়রা। এর আগে রানীরবন্দর বাজারে ট্র্যাক ও ট্যাংলড়ী শ্রমিকদের সাথে মতবিনিময় সভাবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর মহিলা ভাইস চেয়ারম্যান লায়লাবানু ও স্থানীয়রা।জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন তাঁরবক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধেঅংশগ্রহণ করেছি। সেই সময় থেকেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজঅবস্থান থেকে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ওবঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। এই উন্নয়নঅগ্রযাত্রায় প্রত্যক্ষভাবে কাজ করতে নৌকার মনোনয়ন প্রত্যাশী আমি। আশাকরি নৌকাপেলে নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণের ভোটে জয়ী হব।

পঞ্চগড়ে পাইপড ওয়াটার সাপ্লাই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পাইপড ওয়াটার সাপ্লাই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান এমপি। এসময় পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সায়হান আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুসফিকুল আলম হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হ্নষিকেশ চন্দ্র, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কাজ পরিচালনা করবেন ঢাকার আল জুবায়ের টেড্রার্স এর সত্তাধিকারী বাদল সরকার।

খানসামা দলিল লেখক সমিতির নির্বাচন: সভাপতি আমির, সম্পাদক আনিছুর

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলায় দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে সভাপতি পদে আমির হোসেন সাগর সরকার ও সাধারন সম্পাদক পদে আনিসুর রহমান সরকার নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৫ মে) সকালে খানসামা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক কার্যালয়ে এ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোজাফফর হোসেন সরকার জানান,সমিতির ভোটার সংখ্যা ৬৫ জন। শতভাগ ভোট সংগ্রহ হয়েছে। সভাপতি পদে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন আমির হোসেন সাগর। তাঁর একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আ.হামিদ কবিরাজ পান ২৬টি ভোট। সাধারন সম্পাদক পদে আনিছুর রহমান ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আমিনুরজ্জান ইসলাম সরকারপান ৩০ ভোট।

পীরগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইন

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকাল ১১ টায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
স্থানীয় বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি ও সিএসও) কর্তৃপক্ষ এর আয়োজন করেন। ‘সবার সাথে ঐক্য গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এই স্লোগানকে কেন্দ্র করে শহরে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়। উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবাস্তয়ন কর্মকর্তা পিআইও মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্না তারা ইয়াছমিন, সাংবাদিক, এনজিও কর্মী সহ অন্যান্যরা বক্তব্য দেন।