শশ্মান ঘাট নেই পীরগঞ্জে লাশ নিয়ে বিপাকে পড়েন আদিবাসীরা

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 28, 2023 | 3/28/2023 10:42:00 PM


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০ টি ইউনিয়নে ১১৩৭ টি আদিবাসি পরিবার রয়েছে।
এসব পরিবারে প্রায় ৫ হাজার সদস্য রয়েছে। আদিবাসিদের মৃত্যুর পর তাদের লাশ দাফন/সৎকার করতে নানা রকম বিপাকে পরতে হচ্ছে। কারণ তাদের লাশ মাটি দেওয়ার ক্ষেত্রে নিদির্ষ্ট কোন শশ্মান ঘাট নেই। উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামে আদিবাসিদের একটি শশ্মান ঘাটের জমি থাকলেও দীর্ঘদিন ধরে উক্ত জমি বেদখল হয়েছে।
স্থানীয় সংস্থা ইএসডিও উক্ত জমি উদ্ধারের জন্যে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব করা হয়নি।
আদিবাসি ও দলিত জনগোষ্ঠির কোন সদস্য মৃত্যুবরণ করলে, লাশ দাফনে নানা রকম সমস্যা ও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদেরকে। আদিবাসি সমিতির সভাপতি বিষ্ণু হাসদা, আদিবাসি নেতা দাউদ সরেন ও জগনাœথপুর মাহালি পাড়া গ্রামের কাচেন্দ্র ঋষি সোমবার তারা তাদের মনের ক্ষোভের কথা ব্যক্ত করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


বঙ্গবন্ধুর ৩টি দূর্লভ বই উপহার দিতে পীরগঞ্জে বৃদ্ধের আকুতি

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে বৃদ্ধ বয়সে বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখছেন পীরগঞ্জ উপজেলার সহবত আলী।
৭নং হাজীপুর ইউনিয়নের মালগাঁও গ্রামের মৃত নিহারু মোহাম্মদ এর পুত্র সহবত আলী। তিনি বঙ্গবন্ধুর উপর ৩ টি দূর্লভ বই লিখেছেন এবং নিজ অর্থায়নে প্রকাশ করেছেন। বাংলা একাডেমি সহ বিভিন্ন সরকারি দপ্তরে তার লেখা বইগুলো তিনি উপহার দিয়েছেন।
প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে ৩টি দূর্লভ বই উপহার দেওয়ার জন্যে তিনি আকুতি, মিনতি করছেন। তার কাছে যোগাযোগ ব্যবস্থা দূলর্ভ হওয়ায় তিনি বইগুলো প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্যে একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ফলে, আজ তিনি ভারাক্রান্ত, মনে অনেক কষ্ট তার। তিনি একজন আবেদিত মুক্তিযোদ্ধাও বটে। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন।
উপজেলার সিন্ধাগড় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় থেকে গত ০১/০১/২০১১ ইং তারিখে সহকারি শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেণ। তার লেখা বই গুলো হচ্ছে- মুক্তিযুদ্ধের চেতনায় ১৯৭১ সাল কবিতায় - উপন্যাস, জয় বাংলা বাংলাদেশ স্বাধীনতার ছোঁয়া, স্বাধীকা আন্দোলনে -- বাংলাদেশ।
তিনি তার মৃত্যুর পূর্বে বইগুলো প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে মরতে চান। তার এই স্বপ্ন পূরণে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।



 

জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :  পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের বিশ^াসপুর গ্রামে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি হওয়ায় এলাকায় সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভবনা থাকায় জরুরি ভিত্তিতে ওই কমিটি সভার আয়োজন করেন।
সোমবার  দুপুরে বিশ^াসপুর গ্রামে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং উভয় পক্ষের ১০/১২ জন নারী পুরুষ আহত হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো রাখতে এবং মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি অক্ষুন্ন রাখার জন্যে জরুরি ভিত্তিতে এই কমিটি সভার আয়োজন করেন।
সভায় সাবেক পানিসম্পদ মন্ত্রী, ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসন মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাঃ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, ঠাকুরগাঁও - ৩ আসনের সাবেক এমপি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার  শাহরিয়ার নজির, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ডিএন ডিগ্রী কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, ঠাকুরগাঁও ও পীরগঞ্জ উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ও পূজা উদ্যাপন কমিটির নেতা-কর্মীরা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




মাটির নিচে বিমান ঘাঁটি উদ্বোধন করল ইরান

চিলাহাটি ওয়েব, রকমারি ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিট আজ (মঙ্গলবার) ভূগর্ভস্থ বিমান ঘাঁটি উদ্বোধন করেছে। ইরান এই প্রথম মাটির নিচে বিমান ঘাঁটি নির্মাণের কথা প্রকাশ্যে ঘোষণা করল। ভূগর্ভস্থ এই বিমান ঘাঁটির নাম দেওয়া হয়েছে 'ঈগল-ফোরটি ফোর'।
বিমান ঘাঁটি উদ্বোধনের সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরির পাশাপাশি সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল মুসাভিও উপস্থিত ছিলেন। ইরানের সেনাবাহিনীর ভূগর্ভস্থ বিমান ঘাঁটি থেকে সব ধরণের যুদ্ধবিমান, বোমারু বিমান ও ড্রোন পরিচালনা করা যায়।
এই ঘাটিতে কমান্ড সেন্টার, বিমান রাখার হ্যাঙ্গার, মেরামত কেন্দ্র ও নেভিগেশন সেন্টারসহ সব ধরণের আধুনিক ব্যবস্থা রয়েছে। এই বৃহৎ ভূগর্ভস্থ ঘাঁটিতে ইরানি বিমান বাহিনীর নতুন নতুন সামরিক বিমান পরিচালনার ব্যবস্থাও রাখা হয়েছে।
বলা হচ্ছে, ইরানের বিমান বাহিনী এ পর্যন্ত এ ধরণের বেশ কয়েকটি ভূগর্ভস্থ বিমান ঘাঁটি নির্মাণ করেছে। তবে এই প্রথম এ ধরণের বিমান ঘাঁটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হলো। ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতার প্রয়োজনে এ ধরণের ঘাঁটি নির্মাণ করছে যাতে শত্রুকে সহজেই ঘায়েল করা যায়। সাধারণত শহর থেকে দূরে বিশাল পাহাড়ের নিচে এ ধরণের ঘাঁটি নির্মাণ করা হয়।
ইরান এর আগে একাধিক ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এসব ঘাঁটিতে নানা ধরণের ড্রোন প্রস্তুত রাখা হয়েছে। ইরানকে বিশ্বের শীর্ষস্থানীয় ড্রোন শক্তিধর দেশ হিসেবে গণ্য করা হয়।

আলোড়ন

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 27, 2023 | 3/27/2023 08:36:00 PM








  
   
 


 সাদিক সাকলায়েন 
আমি চুপ হলে

চুপ হয়ে যায় সমস্ত আকাশ, খোলা মাঠ

বালুবাহী নদীর স্রােত আপন মনে

টেনে নিয়ে আসে অতীতের আনজাম

অবসরের আলগা বৈঠক ছেড়ে

বেরিয়ে যাবার মতো

তোমার কণ্ঠ থেকে নিঃশব্দে ঝরে যায়

গভীর শিশির

তুমি চুপ হলে

চুপ হয়ে যায় কবির কল্লোল, কাব্যের কাঁপন

শব্দ ভিক্ষে চায় কাপে কাপে টোকা লাগা

কলাবতী বিকেলের কাছে

আমরা যদি নিশ্চুপ হয়ে যাই

নীরবতার পাঁজরে দপদপ করে ওঠে

বলতে না পারার ব্যথা

হাতজোড় ইশারায় জাগে করুণ মিনতি-

একদিন কুয়াশার পাশে বসে

নিবিড় কথপোকথনে উঠে আসবে

শীতল চিতল

পাড় ছুঁয়ে ছুঁয়ে

দ্রুত নেমে যাওয়া হাঁসের ঝাঁক

আলোড়ন তুলে দেবে জলের কিনারে।

 


যে কারণে ভিন্ন ধর্মের হয়েও প্রতিবছর রোজায় ইফতার করে মিম

চিলাহাটি ওয়েব, বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সনাতন ধর্মাবলম্বী হয়েও প্রতিবছর রোজায় ইফতার করেন। এবারের মাহে রমজানেও তাকে ইফতার করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতারের একটি ছবি শেয়ার করেন মিম। পরিবারের সঙ্গে করা ইফাতরের ছবিতে ক্যাপশন হিসেবে লেখেন, প্রথম রমজান উষ্ণ ও শান্তিতে কাটল। কিন্তু কেন প্রতিবছর রোজায় ইফতার করেন মিম? ভক্তদের এমন প্রশ্নের উত্তরে মিম বলেন, ‘রোজার সময় ইফতার করাটা আমার বেশ ভালো লাগে।
পরিবারের সবার একসঙ্গে বসে ইফতারের এই মুহূর্ত একেবারে অন্য রকম ভালো লাগার। তা ছাড়া আমাদের বাসায় কাজে সহযোগিতা করেন যারা, তাদের মধ্যে মুসলিম ধর্মেরও আছে। আমার বাবা সাহ্‌রির সব আয়োজন করে তারপর ঘুমান। মাঝে মধ্যে আমরাও তাদের সঙ্গে সাহ্‌রি করি। আমার ভালো লাগে। আমি মনে করি, এ ধরনের ছোট ছোট বিষয় সবাইকে সম্প্রীতির বার্তা দিতে পারে।’ এবারের ইফতার প্রসঙ্গে মিম বলেন, ‘আমার একজন আত্মীয়র বাড়িতে ইফতারের দাওয়াত ছিল। যাদের বাড়িতে গতকাল আমাদের সবার দাওয়াত ছিল, বিনোদন অঙ্গনে কাজ শুরুর সময় থেকে তাদের সঙ্গে আমার সম্পর্ক। ইফতার ও সাহ্‌রিতে তাদের বাসায় দাওয়াত থাকে।
এবারও প্রথম রোজায় দাওয়াত দিয়েছেন, আমরাও মিস করতে চাইনি। দারুণ সময় কেটেছে আমার।’ ইফতার করার মুহূর্তে পোস্ট করা স্থিরচিত্রে মা–বাবার সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন স্বামী সনি পোদ্দারসহ পরিবারের কয়েকজন সদস্যও।

পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেল চলবে ৩০ মার্চ

চিলাহাটি ওয়েব ডেস্ক : স্বাধীনতার মাসেই আরেকটি স্বপ্ন জয়ের দ্বারপ্রান্তে পদ্মা সেতু। পাথরবিহীন রেললাইনে মাত্র একটি স্লিপার বসানো বাকি। ৭ মিটারের সেই স্লিপারটি সফলভাবে বসানো হলে শতভাগ সম্পন্ন হবে মূল সেতুতে পাথরবিহীন রেললাইন স্থাপনের কাজ। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জরুরিভিত্তিতে বিমানে করে প্রয়োজনীয় একমাত্র স্লিপারটি নিয়ে আসার ব্যবস্থা করেছে। শিগগিরই এটি এসে পৌঁছাবে বলে জানিয়েছেন দায়িত্বশীল প্রকৌশলী জহুরুল ইসলাম।
তিনি সোমবার (২৭ মার্চ) সকালে বলেন, ছিদ্র ডিজাইন অনুযায়ী স্লিপারটি মিলছে না। রেললাইন নিখুঁতভাবে নির্মাণ একেবারে শেষ পর্যায়ে আছে। কিন্তু শেষ মুভমেন্ট জয়েন্টের বিশেষ এই স্লিপারটি যথাযথ না হওয়ায় দেরি হচ্ছে
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ৬৮ কিলোমিটার। দীর্ঘ এই রেল সেতুতে মোট ৮টি মুভমেন্ট জয়েন্ট রয়েছে। এরমধ্যে ৭টি যথাযথভাবে স্থাপন হয়েছে। বাকি জয়েন্ট স্থাপন করা হলেও রেললাইন ঢালাই করার জন্য ও শতভাগ কাজ সম্পন্ন করার জন্য এই স্লিপারের বিকল্প নেই। প্রকৌশলীরা জানিয়েছেন, মূল সেতুতে ১১ হাজার ১৪০টি স্লিপার স্থাপন হয়েছে। মুভমেন্ট জয়েন্টের স্টিলের স্লিপারগুলো ছাড়া বাকিগুলো কংক্রিটের তৈরি।
কংক্রিটের সেসব স্লিপার তৈরির জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ফরিদপুরের ভাঙ্গা পুরনো রেল স্টেশনের পাশে ফ্যাক্টরি স্থাপন করেছে। শুধু সেতুর স্লিপারই নয়, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ১৭২ কিলোমিটার রেললাইন তৈরি জন্য সব স্লিপার তৈরি করেছে এখানে
তবে বিশেষ তাপামাত্রায় মুভমেন্ট জয়েন্ট এবং স্টিলের স্লিপারগুলো চীন থেকে তৈরি করে আনা হয়
স্লিপারটি পৌঁছালে রোববার (২৬ মার্চ) বাকি অংশের কংক্রিটিং হওয়ার কথা ছিল। ৭২ ঘণ্টা কিউরিংয়ের জন্য অপেক্ষার পর আগামী ৩০ মার্চ মাওয়া থেকে পদ্মা সেতু অতিক্রম করে পরীক্ষামূলক রেল চলবে ভাঙা পর্যন্ত। এর মধ্যদিয়ে পদ্মা সেতুর আরেকটি স্বপ্ন পূরণ হচ্ছে।
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ বলেন, পদ্মা নদীতে সেতু নির্মাণ একটি চ্যালেঞ্জিং কাজ ছিল। আবার সেই সেতুতে রেল সংযোগ করা আরেকটি চ্যালেঞ্জিং কাজ। যেকোনো জিনিস তৈরির সময় টেবিলে যা করা হয় সেটা বাস্তবে সেভাবে হয়ে ওঠে না। এ জন্য প্রথমদিকে কিছুটা সমস্যা ছিল। যা আমরা সংশোধন করেছি। এখানে সর্বোচ্চ মান নিশ্চিত করেছি। কংক্রিট আনার আগে, প্রেসিং করার সময় ও পরে- সবসময় সবগুলো বিষয় আমরা টেস্ট করছি। তারপর সেটা ব্যবহার করছি।
পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজের অগ্রগতি প্রায় ৯৯ শতাংশ। আর মাত্র একদিনের মধ্যেই শতভাগ কাজ সফলভাবে সম্পন্ন হবে। সংশ্লিষ্ট ও স্থানীয়রা বলছেন, পদ্মা সেতু দিয়ে রেল চলাচলে নতুন অধ্যায়ের সূচনা এখন সময়ের ব্যাপার মাত্র। দেশের অর্থনীতিতে যুগান্তকারী এক অধ্যায়ের শুরু করবে নতুন এই রেল নেটওয়ার্ক। এই রেল নেটওয়ার্ক পায়রা বন্দরের সঙ্গেও যুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।