চিলাহাটিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 24, 2024 | 4/24/2024 08:05:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় চিলাহাটিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে।
কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে চিলাহাটিসহ সারাদেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী জেলার চিলাহাটির ঐতিহ্যবাহী সব্দিগঞ্জ ঈদগাঁও ময়দানে প্রায় শতাধিক মুসল্লি নিয়ে নামাজ আদায় করা হয়।
মোনাজাতের আগে দুই রাকাআত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন চিলাহাটির সর্বস্তরের জনগণ। 
সব্দিগঞ্জ ঈদগাঁও মাদ্রাসার আয়োজনে এ দোয়ার আয়োজন করা হয় বলে ময়দান কমিটির সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম মিল্লাল এ কথা জানান।

চিলাহাটিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া

পীরগঞ্জে মাদক সহ ২ জন গ্রেফতার

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বুধবার সকালে ও মঙ্গলবার রাতে পুলিশ পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে। ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও সঙ্গীয় ফোর্স পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তায় ঢাকাগামী রাহবার কোচের যাত্রী বাদল (৩৫) কে ২২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বুধবার সকালে কোচ থেকে তাকে গ্রেফতার করেন। অপর দিকে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম এর নির্দেশে এসআই আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাতে দস্তমপুর গ্রামের মাদক ব্যবসায়ী ওসমান গনি (২৬) কে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেন। মাদক বহনকারী ওসমান গনির মোটর সাইকেলটি পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে বুধবার পীরগঞ্জ থানায় মাদক আইনে ২টি মামলা হয়েছে। গ্রেফতার কৃতদের ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

‘পরিত্যক্ত পৃথিবী’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, April 20, 2024 | 4/20/2024 01:25:00 AM

ডেস্ক রিপোর্ট: গত ১৪ এপ্রিল ভারতের কোলকাতা শহরের বিপ্লবী নলিনী গুহ সভাহলে প্রদ্বীপ প্রজ্বলন ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠিত হয়, ‘পরিত্যক্ত পৃথিবী’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রদ্বেয় কবি সাংবাদিক শক্তিময় দাশ। এ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, বিশ্ব বরণ্য সাহিত্যিক (গিনেস বুকের রেকর্ড ধারী লেখক) পৃথ্বীরাজ সেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধা- সাংবাদিক-কবি শক্তিময় দাশ ও কবি-সাংবাদিক বরুণ চক্রবর্তী। ত্রিপুরা থেকে বিশিষ্ট কবি মৃণাল কান্তি পন্ডিত। সম্প্রতি সময়ে জন - আলোকিত সংগঠক ও কবি চন্দ্রনাথ বসু। কমিটির সহ-সভাপতি স্বনামধন্য কবি ত্রিলোচন ভট্টাচার্য। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন, শ্রদ্বেয় কবি-শিল্পী মুকূল চক্রবর্তী। বর্ষবরণ ও বাংলা মাকে শ্রদ্ধা নিবেদনে গান পরিবেশন করেন শিল্পী স্নেহা দাশ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রীবৃদ্ধি করেন রঞ্জনা গুহ, মৌসুমি ডিংগাল, নিউটন দাশ( বাংলাদেশ), রজত সরকার,দুলাল ক্যাটারি,স্বাগতা দাস,আশীষ মন্ডল, রণি মহাপাত্র, সুবীর ঘোষ। সৈকত দাশ,দেবু মন্ডল সহ আরো অনেক মান্যগণ্য ব্যক্তিগণ। পরিত্যক্ত পৃথিবী সাহিত্য পত্রিকার উদ্বোধক, শ্রদ্ধেয় কবি পৃথ্বীরাজ সেন, তাঁর বক্তব্য নয়, তাঁর উপস্থিতই অনুষ্ঠানে রশ্মি ছড়ায় হিরা অনুরূপ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালের যিনি মুক্তিযোদ্ধা সাংবাদিক বাংলার রক্ষক। আমাদের অভিবাবক। সময় সচেতনতা সময়কে মূল্যদানের অমূল্য বক্তব্য উপস্থাপনের মাধ্যমে ভবিষ্যৎ স্বর্ণময়ের দিক নির্দেশনা থেকে, দেন পথপ্রদর্শক রশ্মি মার্গ। বিশেষ অতিথি, বীর মুক্তিযোদ্ধা, কবি আ.খ.ম সিরাজুল ইসলাম শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন,তিনি প্রধান অতিথি শক্তিময় দাশ সহ কমিটির সবাইকে শুভেচ্ছা বার্তা জানান এবং অনুষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা জানিয়ে এক গুরুত্বপূর্ণ ম্যাসেজ প্রেরণ পূর্বক গৌরবময় করেন ‘পরিত্যক্ত পৃথিবী’ কমিটিকে। বিশেষ বক্তব্য রাখেন শ্রদ্ধেয় কবি সাংবাদিক বরুণ চক্রবর্তী। তিনি বক্তব্যের পরিশেষে সাহিত্য জগতে আন্তরিক ভূমিকা রেখে যাওয়া অনন্য বক্তব্য উপস্থাপন করে আমাদের হৃদয় সমৃদ্ধি করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্প্রতি সময়ের আলোকিত কবি দক্ষ সংগঠক-‘পশ্চিম বঙ্গ সাহিত্য মঞ্চ’ এর কর্ণধার চন্দ্র নাথ বসু। শুভেচ্ছা বক্তব্য শেষে বর্তমান সময় যে বিশুদ্ধ অক্সিজেন ও জল সংকট থেকে পৃথিবীকে রক্ষার্থে বৃক্ষ রোপণ ও জলের অপচয় রোধ করার জন্য অনুষ্ঠানের প্রত্যেককে সচেতন করেন।সাহিত্য ও ত্রিপুরা রাজ্যে সম্পর্কে অসামান্য বক্তব্য রাখেন পরিত্যক্ত পৃথিবীর সম্মানিত উপদেষ্টা মৃণাল কান্তি পন্ডিত। যাঁর বক্তব্যে অনুষ্ঠানের প্রত্যেকে আকৃষ্ট হন এবং আমাদের আন্তরিকতা প্রসারিত হয়।সহ-সভাপতি শ্রদ্বেয় কবি ত্রিলোচন ভট্টাচার্য্যের প্রাণবন্ত বক্তব্য ‘পরিত্যক্ত পৃথিবী’ সাহিত্য জগতের জন্য আশীর্বাদ সমতুল্য। পরিত্যক্ত পৃথিবীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানেই ৭০ জন লেখকের মধ্যে সেরা ১০, ঘোষণা করেন বিচারক রঞ্জনা গুহ, মৌসুমী ডিংগাল ও স্বাগতা দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালিকা মধুমিতা ধূত। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়। উপস্থিত ও শুভাকাঙ্ক্ষী-সহযোগী সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন পরিত্যক্ত পৃথিবী সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা বিউটি দাশ।

চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 17, 2024 | 4/17/2024 04:56:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের কাওলা গ্রামের ইয়াসমিন/মনজুরুল ও মিনু আক্তার/ লিপু এর বাড়িতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে এ খামার দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত খামার দিবসে সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন হাঁস পালনের উপকারিতা, হাঁস পালনের জন্য সুষম খাদ্য ব্যাবস্তাপনা কিভাবে করতে হয়, হাঁস পালনের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, বাজার ব্যবস্থাপনসহ ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ে খামারিদের অবহিত করেন।
উক্ত অনুষ্ঠানে ৮০ জন নারী/পুরুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।

ঈদুল ফিতরের শুভেচ্ছা

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 10, 2024 | 4/10/2024 03:46:00 PM


 

ঈদুল ফিতরের শুভেচ্ছা


 

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রতিবন্ধী নারী নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন।
নিহত উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে রওশন আরা বেগম (২৫)। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ শহরের মহাসড়কে জাহানারা মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই সময় রওশন আরা বেগম সড়ক পার হচ্ছিলেন। এরই মধ্যে একটি ট্রাক তাকে ধাক্কায় দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে ও নারীর মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

বিরামপুরে বেশ কিছু পরিবারে আজ ঈদ আগামীকাল সারাদেশে

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে বেশ কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে ।
বুধবার (১০ এপ্রিল) সকাল ৭.৪৫ মিনিটে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া নুরুল হুদা দাখিল মাদ্রাসা ও জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর গ্রামে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দুই জামাতে কয়েকটি গ্রামের প্রায় শতাধিক নারী ও পুরুষ ঈদের নামাজ আদায় করেন। বিনাইল ইউনিয়নের আয়ড়া নুরুল হুদা দাখিল মাদ্রাসায় ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন আবু তালেবের ছেলে হাফেজ আব্দুল কাইয়ুম।সে ঢাকা মিরপুর কওমি মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করেন এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর মসজিদে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন মো. দেলোয়ার হোসেন কাজি।
সরেজমিনে আজ সকালে উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া নুরুল হুদা দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায় সকাল থেকে দূর-দূরান্তের গ্রামের মুসল্লি ও তাদের পরিবারের নারী সদস্যরা একত্রিত হতে থাকেন।নির্ধারিত সময়ে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর খোতবা পাঠের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করেন।
এ সময় স্থানীয় সাবেক পুলিশ সদস্য খাজের উদ্দিন,মনজেল হাজী,আবু তালেব,মাবুদ হাজী,নুরুল ইসলাম, শাহীন ফেরদৌস সহ তার পরিবারের সদস্যরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম এবং বিরামপুর থানা পুলিশের এসআই নিহার রঞ্জন ও গ্রাম পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
একদিন আগে ঈদ উদযাপন করার বিষয়ে জানতে চাইলে মো.শাহিন ফেরদৌস বলেন,সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এসময়ের ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই এই নামাজ আদায় করা।
আবার রমজানে ২৭ তারিখে আমরা লাইলাতুল কদর রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুঁজি কিন্তু দিন হিসেবে আমরা একদিন পর সেই রাতকে খুঁজছি। এমন বিভিন্ন চিন্তা ও হাদিসি ব্যাখ্যার কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উযদাপন করছি।
বিরামপুর থানার এসআই নিহার রঞ্জন বলেন, সারা দেশে আগামীকাল ঈদ উদযাপিত হবে। তবে আজ এই এলাকার বেশ কিছু মুসল্লি ঈদ উদযাপন করছেন।
এখানে যেন কোনো অপ্রীতিকার ঘটনা না ঘটে, সেই জন্য বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের নির্দেশনায় বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 8, 2024 | 4/08/2024 05:00:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগায় ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে।
ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৬০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে। ময়দান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭১২ সালে এ ময়দানে ঈদের নামাজ শুরু হয়। এখন ৫১ বিঘা জমির ওপর ময়দানটির সম্প্রসারণ ঘটেছে। ময়দানের ৭৬টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা।
প্রতি কাতারে অংশ নিতে পারেন প্রায় ৫০০ জন। এ ঈদগাহ ময়দানেভোগডাবুড়ি ইউনিয়নের শব্দিগঞ্জ এলাকার এ ময়দানে ভোগডাবুড়ি এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এর চেয়ে বড় ঈদ জামাত নীলফামারীতে আর হয় না।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান চিলাহাটি ওয়েবকে জানান- আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঈদগাহ ময়দানে নির্বিঘ্নে নামাজ আদায়ে পুলিশ দায়িত্ব পালন করবে।
বিশেষ করে শব্দিগঞ্জ ময়দানটি অনেক বড় হওয়ায় সেখানে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে তিনি এ কথা জানান।

স্বপ্ন যাবে বাড়ি ২০২৪ | Shopno Jabe Bari 2024

Kotodin dekhini tomay by Manna Dey

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

বছরের প্রথম ও বিরল সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় বিশ্ববাসী।  সোমবার (৮ এপ্রিল) ঘটবে এ মহাজাগতিক ঘটনা। সর্বশেষ ১৯৭৩ সালে এরকম দীর্ঘ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।  আবার ২১৫০ সালে এই বিরল সূর্যগ্রহণের দেখা মিলবে।

চিলাহাটি খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, April 5, 2024 | 4/05/2024 07:04:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি'র খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মসজিদ পরিচালনা কমিটি ও জামাত বাসীর আয়োজনে খানকায়ে করামতিয়া মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আর্মি, ইবতেদায়ী মাদ্রাসা সাধারণ সম্পাদক একেএম আবুল খায়ের কিবরিয়া, সমাজসেবক আবুল কালাম আজাদ।
দোয়া পরিচালনা করেন- খানকায়ে কেরামতিয়া শরীফ কমপ্লেক্সে এর বোডিং সুপার শওকত আলী।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান ইসলাম।

পীরগঞ্জে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, April 4, 2024 | 4/04/2024 08:41:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।
আজ বৃস্পতিবার সকালে জন প্রতি ৩ হাজার টাকা চেক ও (এক বান্ডিল) করে উন্নত মানের ঢেউটিন বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম, পৌর মেয়ার বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ডায়াবেটিশ হাসপাতাল প্রতিষ্ঠাতা অধ্যাপক ফয়জুল ইসলাম, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সংবাদ কর্মী, সুবিধা ভোগী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৩৮টি পরিবার চেক ও ঢেউটিন পেয়ে তারা খুব খুশি হয়েছেন।

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 1, 2024 | 4/01/2024 11:33:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর সরকার ফিলিং স্টেশন এর উত্তর পাশে হিমেল নার্সারীর সামনে ১০ চাকা বিশিষ্ট একটি পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে বাইসাইকেল আরোহী বিপুল (১৬) নামের একজন শ্রমিক নিহত হয়েছে। 
রবিবার (৩১ মার্চ) আনুমানিক ১২ ঘটিকায় বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মহাসড়কে পণ্যবাহী ১০ চাকা বিশিষ্ট একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী বিপুল ঘটনাস্থলে মারা যায়।মৃত বিপুল বিরামপুর পৌরসভার হঠাৎ পাড়া গ্রামের আঃ হালিমের একমাত্র ছেলে।স্থানীয়রা জানান,সে বিরামপুর পৌরশহরের একটি বেকারিতে কাজ করে। বিরামপুর সরকার ফিলিং স্টেশনে তেল নেওয়ার লক্ষ্যে বাইসাইকেল নিয়ে রাস্তা পার হতে গিয়ে দিনাজপুরগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।এদূর্ঘটনার খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। মহাসড়কে যানজট সৃষ্টি হলে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

বাউ মুরগি পালনে স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের নারীরা

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি; শিল্পায়নে অনুন্নত ও কৃষিতে স্বনির্ভর দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। কৃষিপ্রধান হওয়ায় তাই এ জেলার মানুষের আয়ের মূল উৎস কৃষি ও গবাদি পশু পাখি পালন। আর অর্থকরী এ কাজে পুরুষের তুলনায় পিছিয়ে নেই এখানকার নারীরাও।
পুরুষদের সাথে সমান তালে কাজ করে অর্থনীতিতে স্বাবলম্বী হচ্ছেন তারা। কিছু ক্ষেত্রে পুরুষদের চেয়েও অর্থনীতিতে বেশি অবদান রাখছেন এ অঞ্চলের নারীরা। এবার বাউ জাতের মুরগি পালনে অর্থীকভাবে স্বাবলম্বি হয়ে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বুনছেন ঠাকুরগাঁওয়ের নারীরা। আর তাদের এ কাজে সহযোগীতা করছে ইএসডিও নামের একটি বেসরকারী সাহায্য সংস্থা। সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ইএসডিও নিরাপদ মাংস উৎপাদনের লক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ জন নারীকে প্রশিক্ষণের মাধ্যমে ১৫০ টি করে প্রায় ৩ হাজার নতুন এ জাতের মুরগির বাচ্চা এবং মুরগির ঘর বানানোর জন্য আর্থিক সহায়তা দেয়। জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সুত্রমতে, বাউ মুরগি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ কর্তৃক উদ্ভাবিত মাংসের জন্য মুরগি,যার মাংসের স্বাদ দেশীয় মুরগির মত। বাউ মুরগি ৪৫ দিনেই প্রায় ১ কেজি হয়ে থাকে। এ মুরগি প্রতিপালন হয় খামারে এবং বৃদ্ধি ব্রয়লারের মত। এ মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা সোনালী ও ব্রয়লারের চেয়ে বেশি তবে এর মৃত্যুহার নেই বললেই চলে। এ জাতের মুরগির খাদ্যে রুপান্তর দক্ষতার অনুপাত ২:১ অর্থাৎ বাউ মুরগি ২ কেজি খাদ্য খেয়ে ১ কেজি মাংস উৎপাদন করতে পারে। শাকিলা আক্তার নামের বাউ মুরগির খামারি জানান, আমি আগে বাসার কাজেই ব্যস্ত থাকতাম। স্বামীর যে আয় তাতে সংসার চালাতে বেশ বেগ পেতে হত। আমি ইএসডিও থেকে এ মুরগির বাচ্চা ও ঘর তৈরীর সহযোগীতা পেয়ে এগুলি পালন শুরু করি। আমার প্রতিটি মুরগিই প্রায় ১ কেচির বেশি হয়ে যাওয়ায় মোটামোটি বিক্রি শুরু করেছি। আমি প্রতিটি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। এতে আমার সংসারে একটি বাড়তি আয়ের উৎস তৈরী হয়েছে। আগামীতে আমি আরো বড় পরিসরে এ মুরগি পালনের প্রস্তুতি নিয়েছি। 
সেলিনা নামের অপর এক নারী খামারি জানান, আমার স্বামীও আমার এ কাজে যথেষ্ট সহযোগীতা করে। আর্থিকভাবে উন্নতি হচ্ছি বলেই স্বামি এ সহযোগীতা করছে। আমার মুরগি গুলি পাইকাররা এসে বাসা থেকে নিয়ে গেছে এবং এতে আমি বেশ লাভবান হয়েছি। এ মুরগির নষ্ট হবার বা মারা যাবার ভয় নেই। এছাড়াও আমাদের স্থানীয় বাজারে এর যে চাহিদা তৈরী হয়েছে তাই আবারো বড় আকারে এ মুরগির খামার করবো আমি। শাকিলা,সেলিনা বা স্বপ্নার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এ মুরগি পালনে আগ্রহ প্রকাশ করেছে স্থানীয় নারীরা। তারা বলেন, আমরা নিজ চোখেই দেখলাম মাত্র দেড় মাসের মধ্যে এ মুরগির খামার করে কিভাবে সংসারে বাড়তি আয়ের ব্যবস্থা করা যায়। আমরাও ইএসডিও থেকে প্রশিক্ষণ নিয়ে এ মুরগি পালন করবো। 
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায় জানান, বাউ জাতের মুরগিটা বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ থেকে উদভাবিত একটি নতুন জাতের মুরগি । এ মুরগি দেখতে ও স্বাদে হুবহু দেশি মুরগির মতই, কিন্তু এর গ্রোথ বা বাড়ার হার বেশি এবং এর রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক বেশি। আমাদের দেশে এ মুহুর্তে যে সোনালী মুরগি নামের যে মুরগিটির প্রচলন বেশি এর চেয়েও বাউ জাতের মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি। আমরা বিভিন্ন সেমিনার বা সভায় এ মুরগি পালনের প্রচারনা চালিয়ে যাচ্ছি যাতে খামারিরা লাভবান হয়।

উলিপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
 সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিসিসি ফার্ম এসডি-২ ঢাকা এর আয়োজনে, এসবিএসএস'র পরিচালন সহায়তায়, ওয়াটসান কমিটির সদস্যদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওয়াটসান কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন,উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যানন্দ বর্মন। বক্তব্য রাখেন, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান এরশাদ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন, প্রকল্পের সিবিএস রেহানা পারভীন, দীনবন্ধু দত্ত প্রমূখ।

চিলাহাটির সীমান্তে মরা গরুর মাংস বিক্রি : আটক করলেন জনতা

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির সীমান্তবতী বিওপি বাজারে রাতের আধারে মরা গরু মাংস বিক্রি কালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে। গত রবিবার রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজারে এ ঘটনাটি ঘটে। আটককারী বিক্ষুব্ধ জনতারা চিলাহাটি ওয়েবকে জানান- রবিবার সকালে পার্শ্ববতী খলিলের ছেলে মমিনুলের গোয়াল ঘরে একটি গরু মারা যায়। এই সংবাদ পেয়ে বিওপি বাজারের মাংস ব্যবসায়ী লেবু মিয়া তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে মমিনুলের বাড়িতে গিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। ওই দিনেই সন্ধ্যার পর লেবু তার লোকজনদের নিয়ে মমিনুলের গোয়াল ঘর থেকে মৃত গরুর মাংস নিয়ে এসে বিওপি বাজারে বিক্রি শুরু করে। রাতের আঁধারে গরুর মাংস বিক্রি করতে দেখে উৎফুল্ল জনতা ওই মাংস দোকানের কাছে ভিড় জমায়। এ সময় বিক্রিকৃত মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে নানা আলোচনায় সমালোচনার ঝড় শুরু হয়। এক পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নের ইউ,পি সদস্য আব্দুল খালেক, আমিনার রহমান, কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা মেম্বার মায়া বেগমের সহযোগিতায় গরুর মালিক মমিনুলকে বাড়ী থেকে ডেকে নিয়ে আসা হয়। মমিনুল বিওপি বাজারের উৎপন্ন জনতার সামনে স্বীকার করেন তার গরুটি মৃত। মাংস ব্যবসায়ী লেবু আমাকে লালসা দেখিয়ে ওই গরুর মাংস কেটে নিয়ে আসে। সংবাদ পেয়ে ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধহীন মাংস গুলি ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে চাইলে উপস্থিত জনতারা বিক্ষোভ করতে থাকে। চেয়ারম্যানের এ সিদ্ধান্তের বিষয়টি প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসি কে বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে চেয়ারম্যান প্রতিবাদকারী জনতাকে এই ঘটনা সাথে জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে মাংস গুলি মুক্তিরহাট বাজারে পুকুরের ধারে পুতে ফেলে। মাংস ব্যবসায়ী লেবু মিয়া ও গরুর মালিক মমিনুল ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসির উদ্বৃত্ত দিয়ে চিলাহাটি ওয়েবকে বলেন- মাংস ব্যবসায়ী লেবু ভোগডাবুড়ী ইউনিয়নে আর কোনদিন মাংস বিক্রি করতে পারবেনা। এই ঘটনার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিলাহাটি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির পেশাদার সাংবাদিকদের সংগঠন চিলাহাটি প্রেসক্লাবের পরিচালনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত ২৫ মার্চ বিকালে চিলাহাটি ডাকবাংলা হলরুমে চিলাহাটি প্রেসক্লাবের আয়োজনে কমিটি বিলুপ্ত ও সাধারন সভা অনুষ্ঠিত হয়।
চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৩০ এপ্রিল এর মধ্যে নতুন কমিটি গঠন এর জন্য আহসানুল কবীর জুয়েল ও আশরাফুল হক কাজলকে সার্বিক দায়িত্ব পালন করার অনুমতি দিয়ে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।