Showing posts with label পঞ্চগড়. Show all posts
Showing posts with label পঞ্চগড়. Show all posts

দেশে অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার - হোসেন প্রিন্স

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 4, 2024 | 3/04/2024 11:35:00 PM

এ রায়হান চৌধুরী রকি, পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশে অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এর জন্য কি আমরা দায়ী? মোটেই না। আমরা খালেদা জিয়ার আমলে দেখেছি বিদ্যুৎ কেন্দ্র ছিল না-খাম্বা ছিল। এখন দেখছি বিদ্যুৎ কেন্দ্র আছে উৎপাদন করতে পারছে না। টাকা নাই। ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেছে। এ ক্ষেত্রে দায়মুক্তি আইন করা হয়েছে। যাতে যেনতেন ভাবে বিদ্যুৎ উৎপাদন করলে সব করা যায়। সোমবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়াল, আর মন্ত্রী বলল শুধু একবার না তিন বছর পর্যায়ক্রমে দাম বাড়ানো হবে। তাদের হিসাবে এখন কয়েক পয়সা দাম বাড়ানো হয়েছে। তাদের হিসাবে এখন আমাদের ইউনিট প্রতি ৭/৮ টাকা নেয়। পর্যায়ক্রমে তা বাড়াতে বাড়াতে ২০ টাকা করবে। আর তাদের সরকার প্রধান বলল লোডশেডিং এর জন্য প্রস্তুত থাকুন। পিক আওয়ারেও তারা লোডশেডিং করবে। টাকা তো নাই উৎপাদন করবে। এর জন্য তো আমরা দায়ী না। আমরা পরিস্কার বলেছি এর জন্য সরকারের ভুলনীতি ও দূর্নীতি দায়ী। তিনি আরও বলেন, দেশে কোন গণতন্ত্র নেই। এই গণতন্ত্রহীনতার সুযোগে কি হয়-অন্ধকারে অসাম্প্রদায়ীক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। অরাজনৈতিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি আরো বলেন, বাংলাদেশের টাকা পাচার অতীতের যে কোন সময়ের তুলনায় বেশি। ঋণখেলাপীও অতীতের তুলনায় বেশি। লুটপাটের এমন অবস্থা হয়েছে, বাংকগুলোর কি অবস্থা তা আপনারা ভাল করেই জানেন। গ্রামের মানুষ বলছে যে যেভাবে পারছে দেশটাকে লুটপাট করে খাচ্ছে। তিন শত্রু দেশটাকে চিড়েচেপ্টা করে খাচ্ছে। এরা হল অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা ও অসৎ রাজনীতিবিদ। বিদেশ থেকে যে জিনিসপত্র আমদানী করা হয় তা ৫/৬ জন সিন্ডিকেট ব্যবসায়ীর কাছে জিম্মি। আমাদের কথা সিন্ডিকেট ভাঙতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগে বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের কৃষক ভাইয়েরা লোকসান গুনলেও কখনো উৎপাদন থেকে পিছু হটেনা। আমি ঠাকুঁরগাও জেলা আলু চাষীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন বর্তমানে তারা ২৩ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন। আর সংরক্ষণ খরচ সহ তা ৩৩ টাকা পর্যন্ত দাড়াবে। অথচ আমরা কি দেখি মৌসুম ছাড়া আলু ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে। সরকার নিয়ন্ত্রণ করতে পারছেনা। মুনাফাখোড় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে বাড়িয়ে জনগণের পকেট কাটছে। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ মিজানুর রহমান, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ইয়াকুব আলী, পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, পঞ্চগড় জেলা উদীচির সভাপতি সফিকুল ইসলাম, জেলা বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল প্রমূখ। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাবান্ধায় ভারতীয় বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, February 20, 2024 | 2/20/2024 04:17:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : ভারতীয় সীমান্ত গেট ভেঙে দুইটি বন্য হাতি বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তিরনইহাট ইউনিয়নে ভারতীয় সীমান্ত ইসলামবাগ এলাকা দিয়ে প্রবেশ করে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে।
এদিকে সকালে গ্রামের ভেতর দিয়ে হাতি প্রবেশ করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হাতি দেখতে শতশত উৎসুক জনতা ভিড় জমিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে দুটি বন্য হাতি ইসলামবাগ হয়ে দৌলতপাড়া দিয়ে দক্ষিণ কাশিমগঞ্জে প্রবেশ করে। আসার পথে দু'তিনজন কৃষকের গৃহপালিত প্রাণীর উপর আক্রমণ করে।
হাতির আক্রমণে দৌলতপাড়া এলাকার সামসুল হক নামে এক দরিদ্র কৃষকের একটি গরু মারা যায়। পরে কাশিমগঞ্জ এলাকায় বেশ কিছু বাড়িতে ঢুকে বৈদ্যুতিক তার, মোটরের তার, টয়লেট, বেড়া, পিয়াজ ও ভূট্টা ক্ষেতের ক্ষতি করেছে।
এই খরব জানাজানি হলে আশেপাশে বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মুন্নী বেগম ও নাহিদাসহ কয়েক চিলাহাটি ওয়েবকে জানান- সকালে দুটি বন্য হাতি বাড়িতে ঢুকে পড়লে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। বাড়ির বেড়া, কারেন্টের তার, মোটরের তার ছিঁড়ে ফেলেছে। এতে কিছু ক্ষতি হয়েছে। আর আমরা আতঙ্কের মধ্যে আছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতি দুটি নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে। উপজেলা বন কর্মকর্তা নুরুল হুদা চিলাহাটি ওয়েবকে জানান- বাংলাবান্ধা কাশিমগঞ্জে দুটি বন্য হাতির খবর পেয়ে আমাদের বনবিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। এসেই জনসাধারণকে নিরাপদে রাখতে হ্যান্ড মাইক দিয়ে দূরে থাকতে বলা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাতি দুটি একটি ভুট্টা ক্ষেতে রয়েছে।
বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান চিলাহাটি ওয়েবকে জানান- ‘ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতি দুটি আমাদের ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে। গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি চিলাহাটি ওয়েবকে জানান- ঘটনাটি শুনেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি।
বিষয়টি জেলা প্রশাসক, মডেল থানা পুলিশ, বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, বনবিভাগ এলাকায় অবস্থান করছে, কেউই যাতে হাতিগুলোকে বিরক্ত না করে সে নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।

পঞ্চগড়ে ভোরের কাগজের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 17, 2024 | 2/17/2024 01:01:00 AM

পঞ্চগড় প্রতিনিধি : দেশের বহুল প্রচারিত দৈনিক ভোরের কাগজ পত্রিকার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 
শুক্রবার দুপুরে ভোরের কাগজ পরিবার পঞ্চগড় জেলার আয়োজনে তেঁতুলিয়ার ডাক বাংলোয় ভোরের কাগজের ৩৩ তম বর্ষ পূর্তি উৎসব পালন করা হয়। এ উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়। পত্রিকার বর্ষপূর্তির উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী। তিনি কেক কেটে উৎসবের সূচনা করেন। এসময় ভোরের কাগজের পঞ্চগড় জেলা প্রতিনিধি এ রায়হান চৌধুরী রকি, তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি জাবেদুর রহমান, আটোয়ারী উপজেলা প্রতিনিধি রাব্বু হক প্রধান, বোদা উপজেলা প্রতিনিধি রবিউল হাসান লিটন, ও দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোজাহারুল আলম জিন্নাহ উপস্থিত ছিলেন।

আহমদীয়া মুসলিম জামাতের ৯৯তম বার্ষিক সন্মেলন সমাপ্ত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, February 16, 2024 | 2/16/2024 12:07:00 AM

রায়হান চৌধুরী রকি, পঞ্চগড় প্রতিনিধি : নিজেদের নৈতিকতার মান উন্নয়ন, দেশ সেবা এবং মানবতার কল্যাণে কাজ করার ব্রত নিয়ে বৃহস্পতিবার শেষ হলো আহমদীয়া মুসলিম জামাতের ৯৯ তম সালানা জলসা বা বার্ষিক সন্মেলন। পঞ্চগড় শহরের উপকণ্ঠে আহমদনগরে নিজস্ব দেয়াল ঘেরা মাঠে অনুষ্ঠিত এই সন্মেলনে সারাদেশ থেকে প্রতিনিধিগণ যোগদান করেন। ১৩ ফেব্রুয়ারি সকাল পৌণে দশটায় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা এবং দোয়ার মাধ্যমে জলসার কার্যক্রম শুরু হয়। জলসার উদ্বোধনী ভাষনে আহমদীয়া মুসলিম জামাতে, বাংলাদেশ এর ন্যাশন্যাল আমীর মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী বলেন, আমাদের জলসা কোন সাধারণ সন্মেলন নয়, এটি একটি আধ্যাত্মিক সমাবেশ যেখানে আমাদের সদস্যগণ তিন দিন অবস্থান করে বাজামাত নামায তাহাজ্জুদ এবং ওয়াক্তিয়া নামাযগুলো আদায় করার পাশাপাশি ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান লাভ করে থাকেন। পবিত্র কোরআন এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অনুপম শিক্ষা এবং নির্দেশনার আলোকে নিজেদের জীবনকে গড়ে তোলার পথনির্দেশনা পেয়ে থাকেন। আমাদের সদস্যরা বছরের একটি দিনের জন্য সারা বছরব্যাপী অপেক্ষায় থাকেন। আমাদের জলসা সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিগত বছরের বিয়োগান্ত দুঃখজনক ঘটনার উল্লেখ করে ন্যাশন্যাল আমীর বলেন, বিরোধিতা সত্য জামাতের একটি অনন্য বৈশিষ্ট্য। আহমদীয়া মুসলিম জামাতের বিগত একশ’পঁয়ত্রিশ বছরের ইতিহাস এ স্বাক্ষ্য বহন করে যে, বিরোধিতা এবং অত্যাচার আমাদের কোন ক্ষতি করতে পারে নি বরং আল্লাহতালার অসীম সাহায্য এবং কল্যাণে দিন দিন এই জামাত বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বর্তমানে বিশ্বের ২২০ টি দেশে এই জামাত সুপ্রতিষ্ঠিত। তিন দিনের জলসার ৫ টি অধিবেশনে বিভিন্ন বক্তাগণ আল্লাহতালার অস্তিত্ব, দোয়ার গুরুত্ব ও কবুলিয়ত, মহানবী (সাঃ) এবং পবিত্র কুরআনের এর অতুলনীয় শান ও মর্যাদা, মানব সেবা, দেশপ্রেম, পারিবারিক ও সামাজিক কল্যাণ, আর্থিক কুরবানী, বিশ্বশান্তি, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করেন। জলসায় গত বছর উগ্র ধর্মান্ধদের আক্রমণে শাহাদাত বরনকারী শহীদ প্রকৌশলী জাহিদ হাসানের পিতা আবু বকর সিদ্দিক সন্তানের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এবার শান্তিপূর্ণ পরিবেশে জলসা অনুষ্ঠানের বিষয়ে যথাযথ উদ্যোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহমদীয়া মুসলিম জামাত সরকার ও প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। তবে আগামীতে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে এবং নানা মত ও পথের অনুসারীদের পরমতসহিষ্ণু ও সম্প্রীতিময় সহাবস্থানের মাধ্যমে জলসা অনুষ্ঠানসহ প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করার বিষয়ে পরিবেশ সৃষ্টির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। স্বল্প সময়ের প্রস্তুতি এবং কর্মদিবসে জলসা অনুষ্ঠিত হওয়ায় এবারের উপস্থিতি নিয়ে শঙ্কা ছিলো, তথাপি আমাদের সদস্যগণ প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে বিপুল সংখ্যায় অংশ গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ। ন্যাশন্যাল আমীর ১৫ ফেব্রুয়ারি ফজর নামাযের পর সমাপ্তি ভাষণ ও সম্মিলিত দোয়ার মাধ্যমে জলসার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। দেশের অব্যাহত উন্নতি ও কল্যাণ, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের শান্তি ও নিরাপত্তা, যুদ্ধ আক্রান্ত বিভিন্ন দেশসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করা হয়। তাহাজ্জুদের নামাযের সময় কানায় কানায় পরিপূর্ণ জলসা মার্কীতে এক অভূতপূর্ব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। সালানা জলসাকে কেন্দ্র করে এবার প্রশাসন নজিরবিহীন নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করে। সর্বত্র সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরের মোড়ে মোড়ে, জলসাস্থলের আশেপাশে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সাইরেন বাজিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর টহল দিতে দেখা যায়। পঞ্চগড় শহর আহমদনগর জলসা স্থলের আশপাশের এলাকা ছিল পুরো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। সারা দেশ থেকে আসা পুলিশের ৪ হাজার সদস্য দায়িত্ব পালন করছে। এর বাইরে বিজিবি ১৬ প্লাটুন, র‌্যাবের ১৬ টি টিমসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থানের জন্য পৌর ও বোদা উপজেলার ২৬ টি প্রতিষ্ঠানের ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচদিন শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। গত কয়েক বছর ধরেই আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধ ও তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছিল ইসলাম ধর্মীয় কয়েকটি সংগঠন। গত বছরের ২ থেকে ৪ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা, তাদের শতাধিক দোকানপাট, ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহমদিয়া সম্প্রদায়ের মানুষ আহত। ওই ঘটনায় আহমদিয়া সম্প্রদায়ের একজনসহ ২ জন নিহত হয়। ঘটনার পর ত্রিশেরও অধিক মামলা হয়েছে। এসব মামলায় নামসহ অজ্ঞাতনামা ১৫ হাজার জনকে আসামী করা হয়েছে। এসব মামলা পুলিশ, র‌্যাব ও ভিকটিমরা দায়ের করে। এবারও জলসা বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে। শুক্রবার ঢাকার বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করে ইসলাম ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জলসা বন্ধের দাবিতে রোড মার্চের হুশিয়ারি দেয়। সালানা জলসা অফিসার ও আহমদীয়া জামাতের বহিঃসম্পর্ক, গণসংযোগ, প্রেস ও মিডিয়া বিভাগের পরিচালক আহমদ তবশির চৌধুরী প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের ধর্মকর্ম পালন করতে চাই। গতবছর জলসাকে কেন্দ্র করে আমাদের সম্প্রদায়ের নামে বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে আমাদের সম্প্রদায়ের শতাধিক দোকানপাট, বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছ। এতে আমাদের সম্প্রদায়ের একজনকে পিটিয়ে মেরেছে। জলসার লক্ষ্য ও মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জামাতের সদস্যগণ যেন এভাবে বার বার পরস্পর সাক্ষাতের মাধ্যমে নিজেদের মাঝে এমন এক পবিত্র পরিবর্তন সাধন করে যাতে তাদের হৃদয় সম্পূর্ণরূপে পরকালের দিকে ঝুঁকে যায়। আর তাদের ধর্মভীরুতা, তাকওয়া, খোদাভীতি, পরহেযগারী, সহানুভূতি, পারস্পরিক ভালবাসা ও ভ্রার্তৃত্ববোধে তারা যেন অন্যদের জন্য একটা আদর্শে পরিণত হয়। নম্রতা, বিনয় ও সততা যেন তাদের মাঝে সৃষ্টি হয়। আর ধর্মীয় উৎকর্ষের জন্য তারা যেন পরিশ্রমের রাস্তা বেছে নেয়”।

পঞ্চগড়ে জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিচার বিভাগ চ্যাম্পিয়ন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 10, 2024 | 2/10/2024 11:38:00 PM

আবু রায়হান চৌধূরী রকি.পঞ্চগড় প্রতিনিধি:জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় বিচার বিভাগ দল চ্যাম্পিয়ন হয়েছে। 
গণপূর্ত বিভাগ দলকে ২-০ সেটে হারিয়ে বিচার বিভাগ দল চ্যাম্পিয়ন হয়। শুক্রবার রাতে পঞ্চগড় অফিসার্স ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এজন্য ক্লাবের মাঠটিকে ইনডোর স্টেডিয়ামের মত দৃষ্টিনন্দন করে সাজানো হয়। পঞ্চগড় জেলা প্রশাসন বর্ণাঢ্য এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে জেলা প্রশামসক মো. জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ী, রানার আপসহ সকল অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আমরা সরকারি কর্মচারীরা ২৪/৭ ঘন্টা জনগণের সেবায় প্রস্তুত থাকি, এর ফলে আমাদেরকে অনেক চাপের মধ্যে থাকতে হয়। চাপ থেকে সাময়িক মুক্তি পেতে, সবার জন্য একটু বিনোদনের ব্যবস্থা ও সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য এই টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। এ সময় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, কনক কান্তি দাস, সদর উপজেলঅ নির্বাহী অফিসার জাকির হোসেন, বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরসহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। টুর্নামেন্টে জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে চারটি গ্রুপে দ্বৈতভাবে ১৬ টি দল অংশ নেয়।

শার্প এর র‍্যালি ও আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, February 4, 2024 | 2/04/2024 02:35:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে শার্প এর দেবীগঞ্জ শাখার কৃষিবিদ মেহবুবউল সহিদ এর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষিবিদ ড. শ্রী অমল কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিনাত আরা, সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর ডোমার এরিয়া ব্যবস্থাপক নজরুল ইসলাম, চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোশারফ হোসেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়, দেবীগঞ্জ সহকারী কৃষি কর্মকর্তা ওবায়দুল ইসলাম রুবেল, শাখা ব্যবস্থাপক মুকুল হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) মির্জাগঞ্জ শাখার মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম। 
সভায় বক্তারা বলেন- উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত সব খাবার নিরাপদ করতে হবে। নিরাপদ খাদ্য সবার অধিকার। অনিরাপদ খাদ্য গ্রহণে ক্যান্সার কিডনি রোগ, বিকলাঙ্গতাসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। এজন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি।
এর আগে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সুধী মহল ও নর্থ স্টার রেসিডিয়াল মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষক-ছাত্র/ছাত্রীদের নিয়ে একটি র‍্যালি দেবীগঞ্জ প্রদক্ষিণ করে।

দেবীগঞ্জে শীতার্ত মানুষের পাশে প্রশিকা

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, January 18, 2024 | 1/18/2024 03:46:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এবং সিনিয়র পরিচালক শেখ শাহিদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রশিকা দেবীগঞ্জ উন্নয়ন এলাকায় প্রায় ২০০ জন হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দেবীগঞ্জ পৌরসভা মেয়র আবু বক্কর সিদ্দিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রশিকা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পূর্ণবাসন কমিটির উপ-পরিচালক নুরুল ইসলাম রেণু, নীলফামারী ও পঞ্চগড় জোন বিভাগীয় ব্যবস্থাপক আলহাজ উদ্দিন, দেবীগঞ্জ থানা তদন্ত ওসি নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ পৌর শাখার সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিকা দেবীগঞ্জ উন্নয়ন এলাকা শাখা ব্যবস্থাপক সুধাংশু নাথ রায়।