Showing posts with label নীলফামারী. Show all posts
Showing posts with label নীলফামারী. Show all posts

চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 17, 2024 | 4/17/2024 04:56:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের কাওলা গ্রামের ইয়াসমিন/মনজুরুল ও মিনু আক্তার/ লিপু এর বাড়িতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে এ খামার দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত খামার দিবসে সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন হাঁস পালনের উপকারিতা, হাঁস পালনের জন্য সুষম খাদ্য ব্যাবস্তাপনা কিভাবে করতে হয়, হাঁস পালনের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, বাজার ব্যবস্থাপনসহ ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ে খামারিদের অবহিত করেন।
উক্ত অনুষ্ঠানে ৮০ জন নারী/পুরুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।

নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 8, 2024 | 4/08/2024 05:00:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগায় ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে।
ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৬০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে। ময়দান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭১২ সালে এ ময়দানে ঈদের নামাজ শুরু হয়। এখন ৫১ বিঘা জমির ওপর ময়দানটির সম্প্রসারণ ঘটেছে। ময়দানের ৭৬টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা।
প্রতি কাতারে অংশ নিতে পারেন প্রায় ৫০০ জন। এ ঈদগাহ ময়দানেভোগডাবুড়ি ইউনিয়নের শব্দিগঞ্জ এলাকার এ ময়দানে ভোগডাবুড়ি এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এর চেয়ে বড় ঈদ জামাত নীলফামারীতে আর হয় না।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান চিলাহাটি ওয়েবকে জানান- আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঈদগাহ ময়দানে নির্বিঘ্নে নামাজ আদায়ে পুলিশ দায়িত্ব পালন করবে।
বিশেষ করে শব্দিগঞ্জ ময়দানটি অনেক বড় হওয়ায় সেখানে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে তিনি এ কথা জানান।

চিলাহাটি খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, April 5, 2024 | 4/05/2024 07:04:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি'র খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মসজিদ পরিচালনা কমিটি ও জামাত বাসীর আয়োজনে খানকায়ে করামতিয়া মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আর্মি, ইবতেদায়ী মাদ্রাসা সাধারণ সম্পাদক একেএম আবুল খায়ের কিবরিয়া, সমাজসেবক আবুল কালাম আজাদ।
দোয়া পরিচালনা করেন- খানকায়ে কেরামতিয়া শরীফ কমপ্লেক্সে এর বোডিং সুপার শওকত আলী।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান ইসলাম।

চিলাহাটির সীমান্তে মরা গরুর মাংস বিক্রি : আটক করলেন জনতা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 1, 2024 | 4/01/2024 05:37:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির সীমান্তবতী বিওপি বাজারে রাতের আধারে মরা গরু মাংস বিক্রি কালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে। গত রবিবার রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজারে এ ঘটনাটি ঘটে। আটককারী বিক্ষুব্ধ জনতারা চিলাহাটি ওয়েবকে জানান- রবিবার সকালে পার্শ্ববতী খলিলের ছেলে মমিনুলের গোয়াল ঘরে একটি গরু মারা যায়। এই সংবাদ পেয়ে বিওপি বাজারের মাংস ব্যবসায়ী লেবু মিয়া তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে মমিনুলের বাড়িতে গিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। ওই দিনেই সন্ধ্যার পর লেবু তার লোকজনদের নিয়ে মমিনুলের গোয়াল ঘর থেকে মৃত গরুর মাংস নিয়ে এসে বিওপি বাজারে বিক্রি শুরু করে। রাতের আঁধারে গরুর মাংস বিক্রি করতে দেখে উৎফুল্ল জনতা ওই মাংস দোকানের কাছে ভিড় জমায়। এ সময় বিক্রিকৃত মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে নানা আলোচনায় সমালোচনার ঝড় শুরু হয়। এক পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নের ইউ,পি সদস্য আব্দুল খালেক, আমিনার রহমান, কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা মেম্বার মায়া বেগমের সহযোগিতায় গরুর মালিক মমিনুলকে বাড়ী থেকে ডেকে নিয়ে আসা হয়। মমিনুল বিওপি বাজারের উৎপন্ন জনতার সামনে স্বীকার করেন তার গরুটি মৃত। মাংস ব্যবসায়ী লেবু আমাকে লালসা দেখিয়ে ওই গরুর মাংস কেটে নিয়ে আসে। সংবাদ পেয়ে ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধহীন মাংস গুলি ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে চাইলে উপস্থিত জনতারা বিক্ষোভ করতে থাকে। চেয়ারম্যানের এ সিদ্ধান্তের বিষয়টি প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসি কে বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে চেয়ারম্যান প্রতিবাদকারী জনতাকে এই ঘটনা সাথে জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে মাংস গুলি মুক্তিরহাট বাজারে পুকুরের ধারে পুতে ফেলে। মাংস ব্যবসায়ী লেবু মিয়া ও গরুর মালিক মমিনুল ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসির উদ্বৃত্ত দিয়ে চিলাহাটি ওয়েবকে বলেন- মাংস ব্যবসায়ী লেবু ভোগডাবুড়ী ইউনিয়নে আর কোনদিন মাংস বিক্রি করতে পারবেনা। এই ঘটনার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিলাহাটি প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির পেশাদার সাংবাদিকদের সংগঠন চিলাহাটি প্রেসক্লাবের পরিচালনা কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত ২৫ মার্চ বিকালে চিলাহাটি ডাকবাংলা হলরুমে চিলাহাটি প্রেসক্লাবের আয়োজনে কমিটি বিলুপ্ত ও সাধারন সভা অনুষ্ঠিত হয়।
চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৩০ এপ্রিল এর মধ্যে নতুন কমিটি গঠন এর জন্য আহসানুল কবীর জুয়েল ও আশরাফুল হক কাজলকে সার্বিক দায়িত্ব পালন করার অনুমতি দিয়ে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

চিলাহাটিতে আমের মুকুলে ভরে গেছে গাছ, বেশি ফলনের সম্ভাবনা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 31, 2024 | 3/31/2024 01:08:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে আমের মুকুলে ভরে গেছে গাছ। রঙিন বনফুলের সমারোহ প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সমাজে।
গ্রামবাংলার সর্বত্রই এখন এমনই দৃশ্য। মৌমাছির গুণগুণ শব্দে ফুলের রেণুকা থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ এ অনুরুপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। গতবছরের তুলনায় এবার বেশি ফলনের আশা দেখছেন এলাকাবাসী।
বসন্তের আগমনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল। সুমিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। এ যেন মুকুলের স্বর্গরাজ্য। বসন্তের শুরু থেকেই মুকুলে মুকুলে শোভা পাচ্ছে পুরো উপজেলার আম গাছগুলো। ষড়ঋতুর এই বাংলাদেশে পাতাঝরা ঋতুর রাজা বসন্ত।
প্রতিবারের মতো শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এলো ঋতুরাজ বসন্ত।
চিলাহাটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সদ্য মুকুল ফোটা দৃশ্য এখন ইট পাথরের শহর থেকে শুরু করে বিস্তৃত গ্রাম্য জনপদেও। বেশির ভাগ ইউনিয়ানের গ্রামগুলোতে মুকুলে ছেয়ে গেছে।

স্বাধীনতার দিনে পরিবর্তন হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 25, 2024 | 3/25/2024 04:53:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে রাজশাহী চলাচলকারী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পরিবর্তন হচ্ছে ২৬ মার্চ।
দীর্ঘ ৯ বছর চিলাহাটি থেকে চলাচলের পর সাদা রেকে চলাচল করবে এ ট্রেনটি। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পুরনো রেক বদলে আগামী ২৬ মার্চ থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ইন্দোনেশিয়ান সাদা রঙের কোচের রেক নিয়ে চলাচল করবে।
ইন্দোনেশিয়ান (সাদা) কোচ দিয়ে চিলাহাটি-রাজশাহী-চিলাহাটি রুটে চলাচল করা ৭৩২/৭৩১ নম্বর আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নতুন মার্শালিংয়ে চলাচলের প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।
যা আগামী ২৬ মার্চ (মঙ্গলবার) চিলাহাটি থেকে ছেড়ে আসা ৭৩২ নম্বর ট্রেনের মাধ্যমে কার্যকর হবে। নতুন রেক কম্পোজিশন, মার্শালিং ও আসন সংখ্যা অনুযায়ী ট্রেনে ১২টি কোচ থাকবে।
এর মধ্যে ২টি শোভন শ্রেণির আসন যুক্ত ডাইনিং কারে (ডব্লিউইসিডিআর) ৫১টি করে ১০২টি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কারে (ডব্লিউজেসি) ৪৮টি, একটি শোভন শ্রেণির আসনসহ পাওয়ার কারে (ডব্লিউইপিসি) ১৬টি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচে (ডব্লিউজেসিসি) ৮০টি, ৭টি শোভন চেয়ার কোচে (ডব্লিউইসি) ৯২টি করে মোট ৬৪৪টি আসন থাকবে।
পুরো রেকে মোট আসন হবে ৮৯০টি। চিলাহাটি স্টেশনে রেকের 'ঠ' প্রান্তে ইঞ্জিন সংযোজিত হবে।
উল্লেখ্য- দীর্ঘদিন এই ট্রেনটি রাজশাহী থেকে নীলফামারী চলাচলের পর ২০১৫ সালের ১৫ জানুয়ারি এ টেনটি রাজশাহী-চিলাহাটি চলাচল করছে।