Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, February 11, 2024 | 2/11/2024 03:40:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর পৌরসভার সাবেক খেলোয়াড়দের আয়োজনে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩ ঘটিকায় বিরামপুর ঐতিহ্যবাহী আনসার মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেয়ায় থ্রীষ্টার ফাইটারস্ টিমের সাথে বিরামপুর পি এইচ এস ৯৩ টিমের খেলায় থ্রীষ্টার প্রথমে ব্যাট করে ১৫২ রান করে। পরবর্তীতে ১৫৩ রানের লক্ষ্য নিয়ে পি এইচ এস ৯৩ ব্যাট করে ৬৭ রানে অলআউট হয়।
লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করেন যথাক্রমে বিরামপুর পি এইচ এস ৯৩, ইসলামপাড়া কিংস ইলেভেন,তানিম স্যানেটরি সুপার কিংস, এন পলি,টু্রমূর ল্যান্ড,থ্রী স্টার ফাইটারস্। প্রত্যেক দল একে অপরের সাথে খেলে জয়লাভ করে বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলায় অংশগ্রহণ করার চেষ্টা করে।২য় রাউন্ডের খেলায় সর্বোচ্চ ৪ টি‌ ম্যাচে জয়লাভ করে তানিম স্যানেটারি সুপার কিংস,৩ টি ম্যাচে জয়লাভ করে টু্রমূর ল্যান্ড ও এন পলি এবং ২টি ম্যাচে জয়লাভ করে ২য় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে ইসলামপাড়া কিংস ইলেভেন দল।
অপরদিকে ১টি ম্যাচে জয়লাভ করে ২য় রাউন্ডে যাওয়ার সুযোগ হয়নি থ্রীস্টার ফাইটারস্ ও বিরামপুর পি এইচ এস ৯৩ দলের। বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলায় ম্যান অফ দা ম্যাচ হন থ্রীস্টার ফাইটারস্ দলের এনামুল ইসলাম এবং সেরা খেলোয়াড় হন আসিফ উদ্দিন।
তাদের হাতে পুরস্কার তুলে দেন বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটি এসময় উপস্থিত ছিলেন থ্রী স্টার ফাইটারস্ টিমের ওনার মোঃ সনেট, টিম ম্যানেজার ইব্রাহীম মিঞা, টিমের অধিনায়ক রফিক ইসলাম, সহকারী অধিনায়ক শাহিন কাদিরসহ খেলোয়াড়বৃন্দ। খেলাটির প্রচারনায় শান্ত এন্টারপ্রাইজ প্রোঃ মোঃ দুলাল হোসেন এবং আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তৈমুর হোসেন ও ইজাজ আহমেদ।

বিশ্বকাপে ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে আফগানিস্তানের অঘটন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, October 15, 2023 | 10/15/2023 10:26:00 PM

৩ উইকেট নিয়েছেন মুজিব উর রহমান‌ | ছবি : এএফপি
চিলাহাটি ওয়েব, খেলাধুলা ডেস্ক : টুর্নামেন্ট শুরুর ১১তম দিনে প্রথম ‘অঘটন’ দেখল বিশ্বকাপ। আজ দিল্লিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ইতিহাস গড়লো আফগানিস্তান। বিশ্বকাপে এটি আফগানদের দ্বিতীয় জয়।
প্রথমে ব্যাট করে ২৮৪ রান তুলেছিল আফগানিস্তান। রান তাড়ায় ২১৫ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ব্যাট হাতে ১৬ বলে ২৮ রান এবং বল হাতে ৫১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, October 13, 2023 | 10/13/2023 10:00:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ইং,সিজন -১ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় বিরামপুর আনসার মাঠের সাবেক খেলোয়াড় বৃন্দের আয়োজনে বিরামপুর পৌরসভা চত্বরে বিশিষ্ট ধারা ভাষ্যকার আসাদুজ্জামান আসাদ ও সামসুল আলম এর সঞ্চালনায় বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি আঃ রাজ্জাকের সভাপতিত্বে বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২৩ খেলোয়াড় নিলামের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজ,২ নং ওয়ার্ডের কাউন্সিলর , দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ টি টিমের টিম মালিকগণ।
থ্রী স্টার ফাইটারস্ টিমের টিম মালিক মোঃ সনেট , তানিম স্যানেটারী সুপার কিংস্ টিমের টিম মালিক এম আই তানিম, কিংস্ ইলেভেন ইসলামপাড়া টিমের টিম মালিক মোঃ কাদিরুজ্জামান প্রিন্স, বিরামপুর পিএইচএস ৯৩ টিমের টিম মালিক মোঃ আঃ রাজ্জাক,টুর মোরল্যান্ড টিমের টিম মালিক মোঃ রফিকুল ইসলাম,এন পলি টিমের টিম মালিক মোঃ লাইজু। আনন্দ উৎসব মুখর পরিবেশে এই প্রথম বিরামপুর উপজেলায় ঐতিহ্যবাহী আনসার মাঠের সাবেক খেলোয়াড়দের আয়োজনে বিপিএল এর নিয়ম অনুযায়ী খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। প্রত্যেক টিম মালিকগণ ১৫ হাজার করে পয়েন্ট পাবেন। নিলাম প্রক্রিয়ায় এ ক্যাটাগরির খেলোয়াড়দের নিলাম পয়েন্ট ৬ শত থেকে শুরু এবং বি ক্যাটাগরী খেলোয়াড়দের নিলাম ৪ শত পয়েন্ট থেকে সর্বোচ্চ পয়েন্টে খেলোয়াড়দের তাদের টিমে অন্তর্ভুক্ত করতে পারবেন। বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রায় শতাধিক খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্য থেকে ৬ টি টিম তাদের পছন্দমত খেলোয়াড়দের নিলামের মাধ্যমে তাদের টিমে অন্তর্ভুক্ত করেন।

বিরামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, June 14, 2023 | 6/14/2023 06:43:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭ বালক) ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্ধোধন করা হয়েছে । বুধবার(১৪ জুন) সকাল ১০ ঘটিকার সময় বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলার শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয় ।
নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুরাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মেসবাউল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা পারভীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর থানা ইন্সপেক্টর তদন্ত মোঃ মমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।আরো উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আর এম ও শাহরিয়ার কবির বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কৃষক লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল মিনহাজসহ অনেকে। উদ্ধোধনী খেলায় জোতবানী ইউনিয়ন একাদশ বনাম মুকুন্দপুর ইউনিয়ন একাদশের মোকাবেলা করে মুকুন্দপুর ইউনিয়ন একাদশ।
জোতবানী ইউনিয়ন একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে মুকুন্দপুর ইউনিয়ন একাদশ বিজয়ী হয় । খেলা পরিচালনা করেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ ওবায়দুর রহমান তাকে সহযোগিতা করেন ফয়জার রহমান, ও বিপ্লব তপ্ন,চতুর্থ রেফারি হিসেবে সহযোগিতা করেন মুক্তি মাহমুদ খান।

৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, December 19, 2022 | 12/19/2022 12:34:00 AM

চিলাহাটি ওয়েব, স্পোর্টস ডেস্ক : আবারও লিওনেল মেসির গোল। ফের এগিয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচের ১০৮ মিনিটে গোল করে দলকে দ্বিতীয় দফায় এগিয়ে নেন মেসি। এরপর মাত্র ১০ মিনিট ব্যবধানে ডি বক্সের মধ্যে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিকপূর্ণ করার মধ্য দিয়ে খেলায় ফের সমতায় ফেরান এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল করেই রিদম ফিরে পায় ফ্রান্স। মাত্র ২ মিনিটেই এলোমেলো আর্জেন্টিনা। ২ গোল করে ৭৯ মিনিট এগিয়ে থেকেও দুই মিনিটে ২ গোল খেয়ে বসে লিওনেল মেসির আর্জেন্টিনা।
পেনাল্টি থেকে গোল করার মাত্র ১ মিনিট ব্যবধান গোল করে ফ্রান্সকে (২-২) সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। ৭৮ মিনিটে কুলো মুয়ানিকে ডিবক্সের ভেতর ফাউল করে বসেন ওতামেন্দি। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে বিশ্বকাপে নিজের ৬ষ্ঠ গোলটি করেন এমবাপ্পে। এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও গোল করেন এমবাপ্পে। ৮১ মিনিটে দুর্দান্ত ভঙ্গিতে গোল করে দলকে ২-২ এ সমতায় ফেরান এই পিএসজি তারকা। কাতার বিশ্বকাপের ফাইনালে তৃতীয়বারের মতো শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স। দুই দলের রোমাঞ্চকর ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। লিওনেল মেসির পর ডি মারিয়ার গোল। এই দুই তারকার গোলে ফ্রান্সের বিপক্ষে ৩৬ মিনিটেই ২-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে ২৩ মিনিটেই দলকে এগিয়ে নেন মেসি। আর ৩৬ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল ডি মারিয়া।
রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ পান ডি মারিয়া। ইনজুরি থেকে ফিরে ডি মারিয়া প্রমাণ করলেন তিনি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। চোটের কারণে নকআউট পর্বে একটি ম্যাচও খেলতে পারেননি। ফাইনালে সুযোগ পেয়েই বাজিমাত করেন ডি মারিয়া। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি তার করা গোলেও মেসির অবদান রয়েছে। মাঝমাঠে মেসি ছোট্ট এক সুন্দর টোকায় পাস বাড়ান ডান দিকে, বল ধরে হুলিয়ান আলভারেস এগিয়ে গিয়ে সামনে বাড়ান মাক আলিস্তেরকে। তার পাস বক্সের বাঁ দিকে ফাঁকায় পেয়ে কোনাকুনি শট নেন ডি মারিয়া। ঝাঁপিয়ে পড়া ফ্রান্সের লরিসকে ফাঁকি দিয়ে বল খুঁজে নেয় ঠিকানা।
খেলার ২৩ মিনিটে ডি মারিয়াকে ডি বক্সের মধ্যে ফ্রান্সের ফুটবলার উসমান দেম্বেল ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করেন মেসি। চলতি আসরে এটি আর্জেন্টিনার অধিনায়কের ষষ্ঠ গোল। কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি। সব মিলিয়ে টুর্নামেন্ট এটি মেসির ১২তম গোল। বিশ্বকাপে তার চেয়ে বেশি গোল আছে কেবল চার জনের।
ফ্রান্স এনিয়ে চতুর্থবার বিশ্বকাপ ফাইনালে খেলছে। ১৯৯৮ সালের পর ২০১৮ সালে শিরোপা জিতে নেয় ফরাসিরা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার পথে কিলিয়ান এমবাপ্পেরা। অন্যদিকে আর্জেন্টিনা এনিয়ে ছয়বার বিশ্বকাপের ফাইনালে খেলছে। ১৯৭৮ ও ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল লাতিন আমেরিকান দলটি। ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

নেইমার না থাকলেও ব্রাজিলের শক্তি কমে যাবে না : মার্কিনিয়োস

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, November 28, 2022 | 11/28/2022 10:15:00 AM

চিলাহাটি ওয়েব, স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। সেই ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে যান ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। 
অধিনায়ক নেইমারকে ছাড়াই আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও নেইমারের খেলা নিয়ে ধোয়াশা রয়েছে। নেইমারের না থাকায় ব্রাজিলের শক্তি কমে গেলেও দলের সামর্থ্যের ওপর ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিয়োসের বিশ্বাস আগের মতোই অটুট।
সুইজারল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্কিনিয়োস বলেন, নেইমারকে ছাড়াও ভালো করার ব্যাপারে আমরা শতভাগ আত্মবিশ্বাসী। নেইমার আমাদের সঙ্গে খেলতে পারলে খুব ভালো হতো, দলের ২৬ জন খেলোয়াড়ই পুরো ফিট থাকলে দারুণ হতো। তবে এরপরও আমাদের দলটা যে শক্তিশালী, ভালোভাবে প্রস্তুত এবং যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারে, তা দেখাতে আমরা উন্মুখ ও আত্মবিশ্বাসী।
এই ডিফেন্ডার আরও বলেন, খেলোয়াড়রা চোট পাবেই, আমাদের সবাইকে এ সম্ভাবনাগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাদের অবশ্যই একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে যে, দলে প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যারা (শুরুর একাদশে) ছিল না এবং বদলি হিসেবে নেমেছিল তারাও। এখন আমাদের চোট সমস্যা আছে, তাই এখন গুরুত্বপূর্ণ হলো যারা দলে আসবে তারা যেন বিশেষ ওই মুহূর্তের জন্য প্রস্তুত থাকে, যাতে আমরা আমাদের সেরাটা খেলতে পারি।
মার্কিনিয়োস আরও বলেন, ম্যাচ শেষে সে হতাশ ছিল। আমার মতে, সেটাই স্বাভাবিক, কারণ বিশ্বকাপ নিয়ে সে অনেক স্বপ্ন দেখেছিল এবং এখন সে চোটে ভুগছে। খেলোয়াড় হিসেবে আমরা সবাই বুঝতে পারছি যে, সে কিসের মধ্য দিয়ে যাচ্ছে।
নেইমারের আপডেট নিয়ে মার্কিনিয়োস বলেন, আজ ডাক্তারি পরীক্ষার পর সে কিছু অনুশীলন করেছে এবং চিকিৎসা নিয়েছে…খুব কঠোর পরিশ্রম করছে। এতেই প্রমাণ হয় যে ফিট ও প্রস্তুত হতে সে কতটা ব্যাকুল। আমরা জানি না তার ফিরতে কত সময় লাগবে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করি, খুব শীঘ্রই সে শারীরিক ও মানসিকভাবে ফিট হয়ে যাবে।

সৌদির কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, November 22, 2022 | 11/22/2022 10:26:00 PM

চিলাহাটি ওয়েব, স্পোর্টস ডেস্ক : হারের স্বাদ ভুলতে বসা আর্জেন্টিনাকে যেন এক ঝটকায় মাটিয়ে নামিয়ে আনল সৌদি আরব। লিওনেল মেসির রেকর্ড গড়া গোলে শুরুটা প্রত্যাশিতই হয় লিওনেল স্কালোনির ‘অজেয়’ দলের। প্রথমার্ধে আরও তিনবার জালে বল পাঠায় তারা; কিন্তু সবগুলো আটকে যায় অফসাইডের ফাঁদে। এরপরই বিস্ময় হয়ে ধরা দেয় সৌদি আরব। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিল এশিয়ার দেশটি।
লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে ২-১ গোলে জয় তুলে নেয় সৌদি আরব। ৩৬ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আর্জেন্টিনা। এতে তাদের দ্বিতীয় রাউন্ডের পথটা হয়ে গেল কঠিন। দ্বিতীয়ার্ধে গতিময় ফুটবলে বাজিমাত করে সৌদি আরব। অবশ্য কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরাও শুরুর দাপট ধরে রাখতে পারেনি পরের অর্ধে। হতাশাজনক ফুটবলে ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২ গোল হজম করল আর্জেন্টিনা। ডিফেন্স অনেক উপরে এনে মারাত্মক ঝুঁকি নিয়েছিল সৌদি আরব। আনহেল দি মারিয়া-লাউতারো মার্তিনেসরা অফসাইড ফাঁদ এড়াতে পারেনি। এগিয়ে যাওয়ার পর সৌদি আরব রক্ষণও সামাল দিয়েছে দারুণ দৃঢ়তায়।
আক্রমণাত্মক শুরুর পর দ্বিতীয় মিনিটেই গোলের জন্য প্রথম শট নেন মেসি। দূরের পোস্ট লক্ষ্য করে নেওয়া শট যতটা বাঁকাতে চেয়েছিলেন ততটা পারেননি। ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন মোহামেদ আল-ওয়াইস। দশম মিনিটে ঠাণ্ডা মাথার স্পট কিকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। একদিকে ডাইভ দেওয়ার ভান করে আগেভাগেই আরেক দিকে ঝাঁপিয়ে পড়েন সৌদি গোলরক্ষক। গড়ানো শটে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপে তার সপ্তম গোল। এই গোলে একটি কীর্তিও গড়া হয়ে গেল মেসির।
দেশের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের চারটি ভিন্ন আসরে গোল করলেন তিনি। এই নিয়ে সবশেষ ৫ ম্যাচে মেসির গোল হলো ১১টি, জাতীয় দলের হয়ে সব মিলিয়ে ৯২টি। কর্নারের সময়ে ডি-বক্সে সৌদি আরবের একজন ফাউল করায় ভিএআর দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
শুরুতেই পিছিয়ে পড়া সৌদি আরব জবাব দেয় আক্রমণাত্মক ফুটবলে। প্রতি-আক্রমণ থেকে ২২তম মিনিটে আবার জালে বল পাঠান মেসি। তবে তিনি নিজেই অফসাইডে থাকায় গোল মেলেনি। পাঁচ মিনিট পর জালে বল পাঠান মার্তিনেস। এবার ভিএআরের সহায়তা নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি। অফসাইডের ফাঁদ কেটে বের হতেই পারল না আর্জেন্টিনা।
৩৫তম মিনিটে ফের জালে বল পাঠান মার্তিনেস। এবার অবশ্য আগেভাগেই পতাকা তোলেন লাইন্সম্যান। অফসাইডের কথা চিন্তা করেই কি-না আক্রমণভাগের খেলোয়াড়রা একটু নিচে নেমে থাকায় এরপর ধার কিছুটা কমে যায় আর্জেন্টিনার। বল নিয়ন্ত্রণে রেখে চেষ্টা চালিয়ে যায় স্কালোনির দল। কিন্তু প্রথমার্ধে আর জালের দেখা পায়নি তারা। প্রথমার্ধে লক্ষ্যে একটিও শট রাখতে না পারা সৌদি আরব ৪৮তম মিনিটে সমতা ফেরায়।
ডি-বক্সে বল পেয়ে আড়াআড়ি শট নেন সালেহ আল শেহরি। স্লাইড করা ক্রিস্তিয়ান রোমেরোর পায়ে লেগে দূরের পোস্ট ছুঁয়ে বল জড়ায় জালে! ওই ধাক্কা সামাল দেওয়ার আগেই ৫৩তম মিনিটে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। বেশ কিছুক্ষণ আর্জেন্টিনার রক্ষণেই ছিল বল। কেউই ক্লিয়ার করতে পারেননি। ডি-বক্সের মাথায় আলগা বল পেয়ে যান যান সেলিম আল দাওয়াসারি। তিন জনকে কাটিয়ে বুলেট গতির শটে সৌদি আরবকে এগিয়ে নেন তিনি।
৬৩তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ একটুর জন্য কাজে লাগাতে পারেননি মার্তিনেস। দুর্দান্ত ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি ইন্টার মিলান স্ট্রাইকার। পরের মিনিটে গোললাইন থেকে কোনোমতে কর্নারের বিনিময়ে একটি চেষ্টা ব্যর্থ করে দেন সৌদি গোলরক্ষক। ৭২তম মিনিটে দুরূহ কোণ থেকে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি দি মারিয়া। নষ্ট হয় আরেকটি মরিয়া চেষ্টা। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে এসে দারুণ স্লাইডে সম্ভাব্য একটি আক্রমণ আগেভাগেই শেষ করে দেন সৌদি গোলরক্ষক।
৮৪তম মিনিটে দি মারিয়ার ক্রসে সুযোগ আসে মেসির সামনে। আর্জেন্টিনা অধিনায়কের হেডে খুব জোর না থাকায় কোনো বিপদ ঘটাতে পারেনি। শেষের দিকে একের পর এক আক্রমণ করে লাতিন আমেরিকার দলটি। কিন্তু কোনো না কোনোভাবে সেগুলো ঠেকিয়ে দেয় সৌদি রক্ষণ। যোগ করা সময়ের দশম মিনিটে হুলিয়ান আলভারেসের দারুণ হেড ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।
অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব। ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসানের অভিযানে এসে প্রথম ম্যাচেই থামল আর্জেন্টিনার জয়রথ। রূপকথার এক জয়ে ‘সি’ গ্রুপের লড়াই দারুণ জমিয়ে দিল সৌদি আরব।