Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

ডিউটির সময় শেষ, যাত্রীসহ ট্রেন রেখে চলে গেল চালক

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, December 3, 2023 | 12/03/2023 09:29:00 PM

চিলাহাটি ওয়েব, আন্তর্জাতিক ডেস্ক : ডিউটির সময় শেষ, তাই ট্রেনে যাত্রী থাকা অবস্থায়ই ট্রেন ফেলে চলে যান চালক।
ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। চালকদের দাবি, ডিউটি টাইম শেষ তাই তিনি আর ট্রেন চালাবেন না, অপর ট্রেনের চালকের দাবি তিনি অসুস্থ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চালকেরা ট্রেন চালাতে অস্বীকৃতি জানালে দুটি ট্রেনই আটকা পড়ে উত্তর প্রদেশে বড়বাঁকি জেলার বুঢ়ওয়াল জংশনে। ট্রেন দুটি হলো—সহরস-নয়া দিল্লি ছাঁট পূজা স্পেশাল ট্রেন ও বারুয়ানি-লক্ষ্ণৌ এক্সপ্রেস। কয়েক ঘণ্টা পর অবশ্য অন্য জংশন থেকে চালক আনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। 
ভারতের নর্থ-ইস্টার্ন রেলওয়ের কর্মকর্তা জানিয়েছেন, সহরস-নয়া দিল্লি ছাঁট পূজা স্পেশাল ট্রেনটির বিহার রাজ্যের সহরস স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল ২৭ নভেম্বর রাত ৭টা ১৫ মিনিটে।
কিন্তু বুঢ়ওয়াল জংশনে দেরির কারণে ট্রেনটি প্রায় একদিন পর ২৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ছেড়ে যায়। ট্রেনটি প্রায় ১৯ ঘণ্টা দেরিতে উত্তর প্রদেশের গোরখপুর স্টেশনে পৌঁছে।
অপর ট্রেনটি অর্থাৎ বারুয়ানি-লক্ষ্ণৌ এক্সপ্রেসেরও বুঢ়ওয়াল জংশনে বিরতি দেওয়ার কথা না থাকলেও সেটি সেখানে থেমে পড়ে। এই ট্রেনটিও প্রায় সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ছাড়ে এবং সেখানে গিয়ে যাত্রীরা দেখতে পান ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা ট্রেন ছেড়ে চলে যাচ্ছেন।

ফিলিস্তিনিদের সমর্থনে চিলাহাটিতে বিক্ষোভ

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, October 29, 2023 | 10/29/2023 07:20:00 PM

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে চিলাহাটিতে ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভকারীরা। ছবি : রিমন কবির
আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চিলাহাটিবাসী।
আজ রবিবার সন্ধ্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানানো হয়।
বক্তব্য রাখেন- আদনান প্রামাণিক, সিয়াম জুলফিকার। অনুষ্ঠানটির সমাপ্তি বক্তব্য রাখেন- সাজ্জাদ চৌধুরী।

৩২০ বছর পর বন্ধ হলো বিশ্বের প্রাচীনতম সংবাদপত্র

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, October 22, 2023 | 10/22/2023 01:00:00 PM

চিলাহাটি ওয়েব, আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রাচীনতম জাতীয় সংবাদপত্রটি শুরু হওয়ার প্রায় ৩২০ বছর পর তার শেষ দৈনিক সংস্করণটি ছাপিয়েছে। ভিয়েনাভিত্তিক সংবাদপত্র উইনার জেইতুং আর তার দৈনিক সংস্করণ ছাপবে না। মুদ্রণ ব্যবসায় লাভের মুখ না দেখতে পেয়ে পথ চলা বন্ধ করলো তারা।
বিজ্ঞাপন সংক্রান্ত নয়া আইন পাস করে অস্ট্রিয়ার সরকার। সেখানে পত্রিকা ও সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। সরকারি গেজেট প্রকাশের দায়িত্ব থেকে অব্যাহতি পায় উইনার জেইতুং। ফলে সরকারের তরফে বিজ্ঞাপন বাবদ পাওয়া বিপুল আয়ের রাস্তাও বন্ধ হয়ে যায়। এই আইন পরিবর্তনের ফলে প্রকাশকের আনুমানিক ১৫ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে। Der Spiegel এর মতে, কাগজটি তার সম্পাদকীয় কর্মীদের সংখ্যা ৫৫ থেকে ২০ তে কমিয়ে এনেছে। ৬৩ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার অর্থাৎ ৩০ জুন অস্ট্রিয়ার এই খবরের কাগজের সর্বশেষ সংস্করণ প্রকাশ করা হয়। তবে এর অনলাইন সংস্করণ চালু থাকবে। পাশাপাশি একটি মাসিক মুদ্রণ চালিয়ে যাবার পরিকল্পনা নেয়া হয়েছে। যদিও সেই পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। পত্রিকাটি, অস্ট্রিয়ান সরকারের মালিকানাধীন কিন্তু সম্পাদকীয়ভাবে স্বাধীন।
১৭০৩ সালের আগস্টে এটি সংবাদপত্র প্রকাশ করা শুরু করে। ১২ জন প্রেসিডেন্টের শাসনকালের পাশাপাশি ফরাসি বিপ্লব, অ্যাডলফ হিটলারের উত্থান বা দু'দুটো বিশ্বযুদ্ধ সবেরই সাক্ষী থেকেছে এই প্রাচীনতম সংবাদপত্র। প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়া পরাজিত হলে, কাগজটি শেষ হ্যাবসবার্গ সম্রাট কায়সার কার্লের ত্যাগপত্রের সাথে একটি বিশেষ সংস্করণ প্রকাশ করে। তার শেষ দৈনিক মুদ্রণ সংস্করণে 'উইনার জেইতুং' সম্পাদকীয় প্রিন্ট চালানোর সমাপ্তির জন্য সরকারের নতুন আইনকে দায়ী করে লিখেছে, মানসম্পন্ন সাংবাদিকতা ঝড়ের মুখেৃ আরও বেশি সংখ্যক প্ল্যাটফর্ম এসে যাওয়ায় নকল বিষয়বস্তুর সাথে লড়াই করে খবর করতে হচ্ছে । এপ্রিল মাসে এর মাত্র ২০,০০০ সংস্করণ ছাপা হয়, যদিও সপ্তাহান্তে এই সংখ্যা দ্বিগুণ হয়। শেষ সংস্করণে প্রাক্তন অস্ট্রিয়ান চ্যান্সেলর ফ্রাঞ্জ ভ্রানিটজকি এবং উলফগ্যাং শুসেলের সাথে আর্নল্ড শোয়ার্জনেগারের চূড়ান্ত সাক্ষাৎকার প্রকাশিত হয় । 
ইইউ কমিশনের ভাইস-প্রেসিডেন্ট ভেরা জোরোভা অস্ট্রিয়ান বার্তা সংস্থা এপিএকে বলেছেন যে, তিনি সংবাদপত্রের এই পরিস্থিতি দেখে খুশি নন। বছরের পর বছর ধরে মানুষের কাছে খবর পৌঁছে দেবার ক্ষেত্রে উইনার জেইতুং এর ভূমিকার কথা তুলে ধরেন তিনি। তিন শতাব্দীর মুদ্রণের মাঝে সংবাদপত্রটি শুধুমাত্র একবার বিরতি নেয়। অস্ট্রিয়া হিটলারের জার্মানিতে অন্তর্ভুক্ত হবার পর ১৯৩৯ সালে নাৎসিরা কাগজটি বন্ধ করে দেয়। 
১৯৪৫ সালে এটি আবার মুদ্রণ শুরু করে। ১৬৬৪ সালে প্রথম প্রকাশিত বিশ্বের প্রাচীনতম সংবাদপত্র Gazzetta di Mantova বা ১৬৬৫ সালে প্রকাশিত যুক্তরাজ্য সরকারের একটি সরকারি গেজেট 'লন্ডন গেজেট' এর সাথে উইনার জেইতুং এর নাম একসঙ্গে নেয়া হয়। এখনো পর্যন্ত টিকে থাকা বিশ্বের প্রাচীনতম জাতীয় সংবাদপত্র হলো জার্মান প্রকাশনা সংস্থার হিলডেশেইমার অ্যালজেমেইন জেইতুং , যা ১৭০৫ সালে প্রথম প্রকাশিত হয়েছিল।
সূত্র : দ্য গার্ডিয়ান

ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, October 21, 2023 | 10/21/2023 10:58:00 AM

চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে আজ শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে ফিলিস্তিনিদের জন্য শোক পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শনিবার ফিলিস্তিনের জন্য শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শেখ হাসিনা আরও বলেন, ‘ইসরাইল যেভাবে হাসপাতালে হামলা করে নারী-শিশুদের হত্যা করেছে, আমরা এর নিন্দা জানাই। দ্রুত এটা বন্ধ করতে হবে; ফিলিস্তিনিরা যেন ন্যায্য জায়গা ফেরত পায়।
শুক্রবার জুমার পর সারা দেশের মসজিদগুলোতে দোয়া ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনারও অনুরোধ জানান প্রধানমন্ত্রী। 
সেই মোতাবেক শুক্রবার (২০ অক্টোবর) সারা দেশে মসজিদে মসজিদে জুমার নামাজের পর ফিলিস্তিনের মজলুম স্বাধীনতাকামী মানুষের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ-পরবর্তী মোনাজাতে অংশ নিয়ে মহান সৃষ্টিকর্তার দরবারে চোখের পানি ফেলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হাজার হাজার মাইল দূরে অবস্থিত ফিলিস্তিনের শান্তিকামী মানুষের জন্য শূন্যে দুই হাত তুলে দোয়া করেন মহান রবের দরবারে। ধ্বংসলীলার পরিবর্তে সৃষ্টিকর্তা যেন শান্তি প্রতিষ্ঠা করেন সেই প্রার্থনা করেন তারা।
শুধু মসজিদ নয়, এদিন অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা করা হয়।
জাতিসংঘের তথ্যমতে, গত ৭ অক্টোবার ইসরাইলের সঙ্গে হামাসের সংঘাত শুরুর পর থেকে অন্তত ৪,১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; যার মধ্যে ৭০ শতাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। অপরদিকে হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন; যাদের অধিকাংশই মারা গেছেন যুদ্ধ শুরুর দিনেই।

ডিমলায় ভারতীয় সেনা সদস্যের লাশ উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, October 5, 2023 | 10/05/2023 11:29:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) থেকে : বুধবার ভারতের উত্তর সিকিমে চিস্তা নদীর চুংথাং বাধ ক্ষতিগ্রস্থ হয়ে নীলফামারীর ডিমলায় ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হয়ে বন্যা দেখা দেয়। বৃহস্পতিবার সকালে তিস্তার পানি কমতে থাকে এবং বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। তিস্তার পানি কমতে থাকায় কিছু এলাকায় চড় জাগে।
বৃহস্পতিবার সকাল ৮:০০ টায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিস্তা নদী বেষ্টিত এলাকা কিসামত ছাতনাই চরে এলাকাবাসী একটি লাশ দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে। বাংলাদেশ (বিজিবি) পুলিশ ইন্ডিয়ান বিএসএফ ঘটনাস্থলে উপস্থিত হন। এবং ভারতীয় বিএসএফ দল চলমান বন্যায় ভেসে আসা ইন্ডিয়ান নিখোঁজ সেনা সদস্যের লাশ বলে শনাক্ত করেন।
পরে ইন্ডিয়া বিএসএফ এর কোম্পানী কমান্ডার শ্রী সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ও বাংলাদেশের ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পতাকা বৈঠকের মাধ্যমে ইন্ডিয়ান সেনা সদস্যের লাশ বিএসএফ এর হাতে হস্তান্তর করেন।

তিস্তা ব্যারাজে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, October 2, 2023 | 10/02/2023 02:00:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজের ওপর দিয়ে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ভোর ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা মেলে। উত্তরের আকাশে কাঞ্চনজঙ্ঘা সবার নজর কাড়ছে। সময় যতই বাড়ে কাঞ্চনজঙ্ঘা সোনালি আকার ধারণ করছেন। পরে রোদ্দুর উজ্জলে মিশে যায় কাঞ্চনজঙ্ঘা।
তিস্তা ব্যারাজ দিয়ে নদী পারাপার হলেই চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট ছবি। তিস্তা পাড়ের বাসিন্দারা প্রতিদিন এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করেন। তিস্তা ব্যারাজ থেকে উত্তরের কাঞ্চনজঙ্ঘা সহ ছোট-বড় অসংখ্য পাহাড় চোখে পড়ে।
জানা গেছে, উত্তর জনপদে শীত নামার শুরুতেই আকাশ পরিষ্কার থাকলে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা বিভিন্ন স্থান দিয়ে প্রতিবছর কাঞ্চনজঙ্ঘা দেখা মেলে। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শ্বেতশুভ্র পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়েছে তিস্তা ব্যারাজ এলাকায়।
ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত পর্বতশৃঙ্গটি। প্রতিবছর শীত নামার আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর তীর থেকে স্পষ্টভাবে দেখা যায় পর্বতশৃঙ্গটি। কাঞ্চনজঙ্ঘার নান্দনিক দৃশ্য উপভোগ করতে কেউ যাচ্ছে ভারতের দার্জিলিকে আবার কেউ ছুটে আসছে পঞ্চগড়ে।

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বোমা হামলা : নিহত ৫২

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, September 30, 2023 | 9/30/2023 02:37:00 AM


চিলাহাটি ওয়েব, আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিছিলে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন ডন

বোমা হামলায় ৫২ জন নিহত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আব্দুল রাজ্জাক শাহী। এর আগে স্থানীয় নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি ৩৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন। এই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছে বেশিরভাগ মরদেহ। আর মাসতাং বিভাগীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিছু মরদেহ। আহতদেরও এই হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে

অপর দিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি। তিনি আরও জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল

সহকারী কমিশনার আরও জানিয়েছিলেন, আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর মিছিলের জন্য যখন মানুষ জড়ো হন তখনই বোমার বিস্ফোরণ ঘটানো হয়

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি (যাচাই বিহীন) ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর রক্তমাখা মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকের শরীরের বিভিন্ন অংশ উড়ে গেছে। সূত্র : খবর দ্য ডন