Home » » ভাউলাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সোনা মিয়া আর নেই

ভাউলাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সোনা মিয়া আর নেই

চিলাহাটি ওয়েব ডটকম : 01 September, 2022 | 12:09:00 PM


 রাব্বি হাসান, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির মরহুম শফিউদ্দিন এর দ্বিতীয় পুত্র ভাউলাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ টি এম কামরুল আলম (সোনা মিয়া) গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ( সাবেক পিজি হাসপাতাল) ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য - এ টি এম কামরুল আলম সোনা মিয়া ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বাংলাদেশ ছাত্রলীগ প্রধান গ্রুপের কোষাধ্যক্ষ ছিলেন। কর্মজীবনে তিনি দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ কলেজের অধ্যক্ষ হিসেবে ২০১৪ সালে অবসর গ্রহণ করেন।