Home » , » চিলাহাটিতে ক্যানেল থেকে নবজাতকের লাশ উদ্ধার

চিলাহাটিতে ক্যানেল থেকে নবজাতকের লাশ উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : 11 September, 2022 | 5:54:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ক্যানেলে নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে হাজারো লোকের সমাগম হয় সেই স্থানে। জানা গেছে, নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের ড্রেনের পাড়ে গতকাল রবিবার সকালে ৭/৮ মাস বয়সী একটি নবজাতক শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে হাজারো লোকজন এর ভিড় জমে সেই ক্যানেল এর পারে। পরে লোকজন প্রশাসনের ফোন দিলে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে সেই নবজাতক শিশুর উদ্ধার করে। স্থানীয় লোকজন জানান- এটা হয়তোবা কোন মেয়ের পাপের ফসল, তাই এভাবে নদীতে ফেলে চলে গেছে।