Home » , » সড়ক দুর্ঘটনায় চিলাহাটির মা ও ছেলে নিহত

সড়ক দুর্ঘটনায় চিলাহাটির মা ও ছেলে নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : 11 September, 2022 | 10:03:00 PM

রাব্বি হাসান, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : সড়ক দুর্ঘটনায় চিলাহাটির মা ও তার নবজাতক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের বউবাজারের পাগলা হাজীর বড় ছেলে রশিদুল ইসলামের  স্ত্রী মুসলেমা বেগম নীলফামারীতে অসুস্থ হয় সেখানে একটি নবজাতক শিশুর জন্ম দেয়। এবং নবজাতক অসুস্থ হলে গত রোববার ভোরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। সেখানে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এদিকে পাগলা হাজীর ছোট ছেলে আসাদুজ্জামান আসাদ গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।