Home » , » চিলাহাটিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

চিলাহাটিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 15 September, 2022 | 5:11:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা নীলফামারী জেলার চিলাহাটিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার নীলফামারী জেলার চিলাহাটির দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের বাংলা পরীক্ষায় চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০টি বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ৬৭৯ জন, অনুপস্থিত ৫ জন, এ কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ৬৯৫ জন। 
চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫ বিদ্যালয়ের ৪১৩ জন, অনুপস্থিত ৩ জন। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪২২ জন।
ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাফিউল ইসলাম বলেন- প্রতিবছরের ন্যায় এ বছরও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।