Home » , » চিলাহাটিতে শোক দিবসে বিজিবি'র খাদ্য সামগ্রী বিতরণ

চিলাহাটিতে শোক দিবসে বিজিবি'র খাদ্য সামগ্রী বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 15 August, 2022 | 10:57:00 PM


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। দিবসটি পালন উপলক্ষে চিলাহাটির হতদরিদ্র ও দুঃস্থ্য অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে নীলফামারী ব্যাটালিয়ান ৫৬ বিজিবি। সোমবার সকাল ১১টায় নীলফামারী ব্যাটালিয়ান ৫৬ বিজিবি এর ব্যবস্থাপনায় এবং চিলাহাটি কোম্পানি হেড কোয়ার্টার্স এর আয়োজনে ভোগডাবুড়ি গহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ৭৫ জনের মাঝে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন নীলফামারী ব্যাটেলিয়ান ৫৬ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম। এ সময় উপস্থিত ছিলেন চিলাহাটি কোম্পানি হেড কোয়ার্টার্স সুবেদার মোহাম্মদ আব্দুল ওয়ারেছ, নামাজী পাড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সালাউদ্দিন,চিলাহাটি সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আ.ত.ম জহিরুল ইসলাম, ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ভোগডাবুড়ি গহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাকখারুল ইসলাম ফিলিপ, ম্যানেজিং কমিটির সভাপতি প্রিন্স সেলিম মিয়াজী প্রমূখ্য। এর আগে প্রায় ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ প্রদান করা হয়।