Home » , , » ৯৯৯ এ কল করে নিজের বাল্যবিয়ে নিজেই বন্ধ করলো চিলাহাটির এক স্কুলছাত্রী

৯৯৯ এ কল করে নিজের বাল্যবিয়ে নিজেই বন্ধ করলো চিলাহাটির এক স্কুলছাত্রী

চিলাহাটি ওয়েব ডটকম : 23 September, 2022 | 4:44:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে এবার বাল্যবিহার হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী।
জানা গেছে, জেলার চিলাহাটির ভোগডাবুরড়ী ইউনিয়নের গোঁসাইগঞ্জ শিমুলতলী এলাকার মজিবুল হকের নবম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়ে হাবিবা খাতুন (১৫) এর বাল্য বিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ঠিক করা হয়। কিন্তু হাবিবা এখন বিয়ের পিঁড়িতে বসতে চায় না, সে পড়ালেখা করে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে। তাই সে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে সে বিয়ে করতে চায়না, এ কথা জানায়।
এরপর ঘটনাস্থলে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। বাল্যবিয়ে বন্ধ হওয়ায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে মেয়ের বাবা অঙ্গীকার করেন তিনি তার মেয়েকে আবারো লেখাপড়া করাবে।