Home » » পীরগঞ্জে ক্লিনিকে ভুমিষ্ট শিশুর নাড়ি ভুড়ি বেড় করলো অদক্ষ্য কর্মচারীরা

পীরগঞ্জে ক্লিনিকে ভুমিষ্ট শিশুর নাড়ি ভুড়ি বেড় করলো অদক্ষ্য কর্মচারীরা

চিলাহাটি ওয়েব ডটকম : 31 August, 2022 | 2:38:00 AM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ মঙ্গলবার সকালে পীরগঞ্জ পোষ্ট অফিস সংলগ্ন মাতৃসেবা ক্লিনিক এন্ড নার্সিং হোম অবৈধ প্রতিষ্ঠানে অদক্ষ্য কর্মচারীরা এক ভুমিষ্ট শিশুর নাড়ি ভুড়ি বেড় করেছে। গোলাপের মত ফুটফুটে ভুমিষ্ট হওয়া কন্যা শিশুটির চিৎকারে মায়ের মনে আর্তনাদ চলছে। শিশুটির জীবন বাঁচার জন্যে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে মা ও শিশুটিকে ক্লিনিক থেকে রেফার্ড করে দেয়। জানা গেছে পীরগঞ্জ মাতৃসেবা ক্লিনিক এন্ড নার্সিং হোম একটি সম্পুর্ণরুপে অবৈধ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে সরকারি বিধি মোতাবেক ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল নেই। দেখে দেখে কাজ শেখা এই ধরনের কয়েকজন নারী পুরুষকে প্রায় সময় এই ক্লিনিকে কাজ করতে দেখা যায়। দালালের মাধ্যমে গর্ভবর্তী মহিলাদেরকে এই ক্লিনিকে এনে সিজার করিয়ে থাকেন। নরমাল ডেলিভারী হওয়ার সম্ভাবনা মায়েদের সন্তান প্রসবের ক্ষেত্রে অদক্ষ্য জনবলরা ডাক্তার ও নার্সদের ভূমিকা পালন করে। রঘুনাথপুর আলীপুকুর ঈদগাঁহ মহল্লার রাজমিস্ত্রি মোঃ জুয়েল এর স্ত্রী তানজিনা সন্তান প্রসবের জন্যে এই ক্লিনিকে ভর্তি হয়। মঙ্গলবার সকালে অদক্ষ্য জনবলরা ওই মহিলার বাচ্চা প্রসব করার উদ্যোগ নেয়। অদক্ষ্য কর্মচারীরা শিশুটির নাভীর উপরের অংশে চামড়া চিড়ে ফেলে নাড়ি ভুড়ি বের করে ফেলে। ভুমিষ্ট হওয়া শিশুটির কান্নাকাটি ও চিৎকারে শিশুটির মা দিশে হারা হয়ে পড়েছে। এ অবৈধ ক্লিনিকে প্রায় এ ধরণের ঘটনা ঘটা সহ অনেকের প্রাণ ঝড়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নিদের্শনা দিলেও এ উপজেলায় এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কে প্রতিষ্ঠান বন্ধ করার ব্যাপারে চিঠি দিলেও কেউ অবৈধ প্রতিষ্ঠান এখনও পর্যন্ত বন্ধ করেনি। মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার জানান উপজেলা নির্বাহী অফিসার এর সাথে কথা বলে অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।