Home » , » চিলাহাটিতে নতুন আইসি'র যোগদান

চিলাহাটিতে নতুন আইসি'র যোগদান

চিলাহাটি ওয়েব ডটকম : 08 August, 2022 | 11:22:00 AM

 
আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে নতুন ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মশিউর রহমান।
গত ১ আগস্ট তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি নাটোরের বনপাড়া হাইওয়ে থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। কুড়িগ্রামের রৌমারীতে জন্ম ও বেড়ে ওঠা মশিউর রহমান ১৫ জুন ১৯৯২ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি চিলাহাটির সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।