Home » » পীরগঞ্জ সাব রেজিষ্ট্রার অফিসে শোক সভা

পীরগঞ্জ সাব রেজিষ্ট্রার অফিসে শোক সভা

চিলাহাটি ওয়েব ডটকম : 15 August, 2022 | 6:22:00 PM


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :  পীরগঞ্জ উপজেলার সাব রেজিষ্ট্রার মোঃ রবিউল আলমের নেতৃত্বে সকাল থেকেই অফিসে কর্মকর্তা, কর্মচারী, দলিল লেখক ও স্থানীয় সংবাদ কর্মীরা জমায়েত হয়। হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করেন অফিস কর্তৃপক্ষ। নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনার লক্ষে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। আলোচনা সভার বঙ্গবন্ধুর আদর্শ, দর্শন ও তার ভাব ধারাকে ধারণ করে সকলকে দেশের জন্যে নিবেদিত ভাবে কাজ করার জন্যে তিনি সকলকে অনুরোধ জানান। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা সভায় অংশ নেয় দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আব্দুল করিম, অফিস কর্মচারী মোঃ স্বপন, মুনছুর আলী, মোঃ মিঠু, মোঃ সাগর, মোঃ আশরাফুল আলম প্রমুখ।