Home » , » চিলাহাটিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নাবালিকা প্রেমিকার অনশন

চিলাহাটিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নাবালিকা প্রেমিকার অনশন

চিলাহাটি ওয়েব ডটকম : 07 August, 2022 | 4:06:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নাবালিকা প্রেমিকা অনশন করেছে। জানা গেছে, চিলাহাটির কেতকিবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তেতুলতলায় শহিদুল ওরফে ছোট বাউয়ের ছেলে রফিক (১৬) এর সাথে পার্শ্ববর্তী ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী এলাকার শরিফুল (ছদ্মনাম) এর ৮ম শ্রেণীর পড়ুয়া মেয়ে রুবিনা (ছদ্মনাম) প্রায় দেড় বছর থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল। 
রফিক তার প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিলে আজ রবিবার সকাল দশটায় তার প্রেমিকার রফিকের বাড়িতে চলে আসে। খবর পেয়ে ইউপি সদস্য হবিবর রহমান ঘটনাস্থলে যান, তিনি উভয়ের বয়স কম দেখে মেয়েকে বুঝিয়ে সুুঝিয়ে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন, কিন্তু ছেলে পরিবার লোভি হওয়ায় মেয়েকে তার বাড়িতে আটকে রাখে এবং বিয়ের প্রস্তুতি নেয়। 
এ ব্যাপারে ইউপি সদস্য হবিবর রহমান জানান যেহেতু ছেলে মেয়ে উভয়ে নাবালক, আমি ঘটনাস্থলে গিয়ে উভয়কে বুঝিয়ে মেয়েকে তার বাড়ি পাঠিয়ে দিতে চেয়েছি কিন্তু ছেলে পরিবার আমার কথা কোন কণ্ডপাত করেনি।