Home » » ১৪ মাসের শিশুকে ফেলে প্রেমিকের হাত ধরে মা উধাও

১৪ মাসের শিশুকে ফেলে প্রেমিকের হাত ধরে মা উধাও

চিলাহাটি ওয়েব ডটকম : 18 August, 2022 | 7:21:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : অবশেষে ১৪ মাসের কন্যা শিশুকে ফেলে প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন মা। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার গোমনাতি ইউনিয়নের উত্তর আমবাড়ি গ্রামে‌। জানা যায়- নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর আমবাড়ি গ্রামের মোস্তফার কন্যা সুমনা (১৯) এর সাথে দুই বছর পূর্বে চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের পূর্ব খানকা পাড়া গ্রামের জেসিয়ারের পুত্র নুরুজ্জামাল (২৩) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম নেয়। গত ১১ আগস্ট সুমনার মা জামাতার বাড়িতে এসে ১৪ মাস বয়সী নাতনি ও তার মেয়েকে বেড়ানোর কথা বলে তার নিজ বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে সুমনা তার শিশু কন্যাকে মায়ের কাছে রেখে তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। সুমনা পিতা মোস্তফা জানান- আমরা বেশ কয়েকদিন থেকে আমাদের আত্মীয়-স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েকে পাইনি। তবে ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। অপর একটি সূত্র জানায় সুমনা দীর্ঘদিন যাবত মোবাইল ফোনের মাধ্যমে কোন এক ব্যক্তির সঙ্গে প্রেম করে আসছিল হয়তো সেই ব্যক্তির সঙ্গে সুমনা পালিয়েছে। আর সুমনার অভিভাবকরা এই ঘটনাটিকে ধামাচাপা দিয়ে হারিয়ে যাওয়ার কথা প্রকাশ করছেন। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।