আটোয়ারী
(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরে পরে দুই শিশুর
মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) সন্ধায়
আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়শিঙ্গিয়া গ্রামে রফিজুলের ছেলে সোহাগ (৬)
এবং একই গ্রামের তৌহিদুলের
ছেলে সাব্বির (৭) নামে দুই
শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা যায়, বুধবার বিকালে
বৃষ্টির সময় ওই দুই
শিশু বৃষ্টিতে ভিজতেছিল। এক পর্যায়ে তাঁরা
বৃষ্টিতে ভিজতে গিয়ে খেলার ছলে
সবার অজান্তেই বাড়ির পাশে পুকুরে নেমে
পরে। বিকাল গড়িয়ে গেলে তাদের অনেক
খোঁজাখুজি করা হয়। পরে
আরেক ছোট শিশুর তথ্য
সূত্রে সন্ধ্যায় পুকুরে ডুবে ওই মৃত
দুই শিশুকে উদ্ধার করা হয়। মৃত
দুই শিশু সম্পর্কে চাচা-ভাজিতা হবে বলে জানা
গেছে৷ এবিষয়ে আটোয়ারী থানা অফিসার ইনচার্জ
পুকুরে পরে দুই শিশুর
মৃত্যুর খবরটি এবং থানায় একটি
নিয়মিত ইউডি মামলা রুজু
করার বিষয়টি নিশ্চিত করেছেন।