আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ জাহান এই কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ হুমায়ুন কবির, কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
দিনব্যাপী এই কর্মশালায় ১০জন করে ৫ গ্রুপে মোট ৫০ জন অংশ গ্রহণ কারী প্রধানমন্ত্রী'র ১০ টি উদ্ভাবনী উদ্যােগ নিয়ে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে বিষয়ে আলোচনা ও প্রস্তাব রাখেন।