আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল রোববার বর্ডার গার্ড বাংলাদেশ চিলাহাটি সদর কোম্পানির আয়োজনে বক্তব্য রাখেন বিজিবি চিলাহাটি সদর কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল ওয়ারেজ, ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম কালু, এছাড়াও ডাঙ্গাপাড়া,নামাজি পাড়া,ভোগডাবুড়ি ও কে তো কি বাড়ি বিজিবি ক্যাম্পের সুবাদারগনস্থানীয় সুধীমহল ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Home »
English News
,
চিলাহাটির খবর
,
নীলফামারী
» চিলাহাটিতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা