Home » » আটোয়ারীতে লিগ্যাল এইডের ষান্মাসিক সমন্বয় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে লিগ্যাল এইডের ষান্মাসিক সমন্বয় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 07 June, 2022 | 8:43:00 PM

 আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ষান্মাসিক সমন্বয় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছ। জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি পঞ্চগড় ও আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ও ইউএসএআইডির প্রসেটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটির অর্থায়নে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা ও দায়রা জজ ও আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান মোঃ শরীফ হোসেন হায়দার উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সভার উদ্দেশ্য ও লিগ্যাল এইড অফিসের সেবা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার মোঃ ইসমাইল হোসেন। এ সময় পিপিজের প্রজেক্ট ম্যানেজার মোঃ আতিকুর রহমান ও রিজিওনাল কোর্ডিনেটর মোঃ হারুন অর রশিদ লিগ্যাল এইড এর কার্যক্রম সকলের অবগতির জন্য প্রামান্য চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ দুলাল উদ্দিন, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী রকি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আরডিআরএস বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা, লিগ্যাল এইড কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।