Home » » ডিমলায় আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

ডিমলায় আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : 04 June, 2022 | 10:18:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা (নীলফামারী) নীলফামারীর ডিমলায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকল অঙ্গ সংগঠনের অংশ গ্রহনে শনিবার সকালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে বিজয় চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে ডিমলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম কামাল সরকার ডিআই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সাংগঠনিক সম্পাদক মহিত কুমার রায়, সহ-সভাপতি সাইদুল বারী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, জাতীয শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম প্রমুখ।