আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ঘূর্ণিঝড়ে ঘরবাড়ী ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল রোববার বিকালে হঠাৎ করে শুরু হওয়া প্রবল বেগে ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে চিলাহাটির কেতকীবাড়ি ও ভোগডাবুড়ির বিভিন্ন এলাকার ঘরবাড়ি ভেঙে গেছে, উড়ে গেছে টিনের চাল, রাস্তার উপরে ভেঙে পড়েছে বড় বড় গাছপালা। এমনকি ১১হাজার বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মরিচ ও পাট খেত ও সুপারি বাগানের। পাথর পড়ে অনেক মরিচ ঝরে গেছে, পাটক্ষেতে শুধুমাত্র মাটি ছাড়া আর কিছুই নেই, ভুট্টা ক্ষেতের সব ভুট্টা মাটিতে নুয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে গেছে। মানুষের বিঘার পর বিঘা সুপারি বাগান ভেঙে তছনছ হয়ে গেছে। অসহায় হতদরিদ্র মানুষের ঘরবাড়ি ভেঙে পরায় তারা খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে।