Home » , » ২৪ ঘন্টা বিদ্যুৎ বিহীন চিলাহাটি

২৪ ঘন্টা বিদ্যুৎ বিহীন চিলাহাটি

চিলাহাটি ওয়েব ডটকম : 11 April, 2022 | 3:34:00 PM

ওহাবুল হক,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে দুটি বেসরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠান নেসকো (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ ২৪ ঘন্টা বন্ধ রয়েছে। গত রোববার প্রবল বেগে আসা ঘূর্ণিঝড়ে চিলাহাটির কেতকীবাড়ী ও ভোগডাবুড়ি ইউনিয়নের বেশ কিছু এলাকায় বিদ্যুতের তারের উপর গাছপালা ভেঙে পরায় অনেক তার ছিড়ে গেছে। ফলে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও চিলাহাটিতে নেসকো ও পল্লী বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। দুটি বিদ্যুৎ বিভাগের লোকজন গতকাল রাত ৮টা থেকেই বিদ্যুৎ সংযোগ গুলো দ্রুত চালুর জন্য কাজ করে যাচ্ছেন।