Home » , , » রেল সচিবের চিলাহাটি রেলষ্টেশন পরিদর্শন

রেল সচিবের চিলাহাটি রেলষ্টেশন পরিদর্শন

চিলাহাটি ওয়েব ডটকম : 19 March, 2022 | 11:03:00 AM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : আগামী ২৬ মার্চ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নীলফামারী জেলার চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেনটির চলাচলের প্রথম যাত্রা নিয়ে চলছে জোড় প্রস্তুতি। গত শুক্রবার (১৮ মার্চ) চিলাহাটি রেলষ্টেশন ও ভারতের হলদিবাড়ি সীমান্ত খালপাড়া রেলগেট এলাকা (বাংলাদেশ অংশ) পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের এ কথা জানান।
 এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কমার্শিয়াল বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, আরএনবি অফিসার (পার্বতীপুর) শফিকুল ইসলাম, ডিএন (পার্বতীপুর) বেলায়েত হোসেন ও চিলাহাটি রেলওয়ে প্রকল্প পরিচালক আব্দুর রহিম, ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রেসট্রাকচার লিমিটেড প্রজেক্ট ম্যানেজার রোকনুজ্জামান সিহাব,চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম,গুডস সহকারী ইসমাইল হোসেন প্রমুখ।