Home » , » চিলাহাটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

চিলাহাটিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

চিলাহাটি ওয়েব ডটকম : 28 March, 2022 | 1:52:00 AM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দরিদ্র,অসহায় ও দুস্থ এতিমদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 
২৭ মার্চ (রবিবার) নীলফামারী জেলার চিলাহাটির আদর্শ গ্রামে ফেইসবুক ভিত্তিক সংগঠন chilahati আমাদের চিলাহাটি এর আয়োজনে এবং ডাঃএ.কে.এম.রেজাউল আলম (লাবু) এর পরিচালনায় প্রায় ৬০০ জনকে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়াও ৩৫০-৪০০ জন শিশুকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।