Home » » পীরগঞ্জে সেনা বাহিনীর পরিবারের কাছে লাশ হস্তান্তর

পীরগঞ্জে সেনা বাহিনীর পরিবারের কাছে লাশ হস্তান্তর

চিলাহাটি ওয়েব ডটকম : 05 March, 2022 | 12:42:00 AM


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া গ্রামের করিমুল মেম্বার এর পুত্র সেনা বাহিনীর সার্জেন্ট তসলিম উদ্দীন (৪৮) ব্রেইন টিউমার রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে ঢাকার সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...................... রাজিউন)। বিকেল ৪.১০ মিনিটে তার লাশ বহনকারী সেনা বাহিনীর হেলিকপ্টারটি পাবলিক ক্লাব মাঠে অবতরণ করেন। ওই সময় হেলিকপ্টার দেখতে অসংখ্য জনতা পাবলিক ক্লাব মাঠে ভীড় জমায়। সেনা বাহিনীর কর্মকর্তারা পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। তিনি স্ত্রী ও ২ কন্যা রেখে গেছেন। ওই দিন বিকেল ৫টায় সেনা বাহিনীর লেফট্যানেন্ট মেহেরাজ ও সঙ্গীয় বাহিনী গার্ড অব অনার প্রদান করেন এবং পীরডাঙ্গী কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক, সাবেক এমপি ও জাপার প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দীন আহম্মদ, পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ানুল হক বিপ্লব ও স্থানীয় সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।