Home » » পীরগঞ্জে শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান

পীরগঞ্জে শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান

চিলাহাটি ওয়েব ডটকম : 02 March, 2022 | 11:49:00 PM


শেখ শমসের আলী, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের কর্মরত অসহায় ও পঙ্গুত্ব বরণ করা শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ র্মাচ) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের, পীরগঞ্জ উপজেলা স্ট্যান্ড কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ অনুদান দেয়া হয়। 
সংগঠনের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান পলাশ এ সময় আহত ও দুর্ঘটনাজনিত কারণে অসহায় ও পঙ্গুত্ব বরণ করা শ্রমিকের হাতে এ অর্থ তুলে দেন। এ সময় সংগঠনের সিনিয়ন সহ- সভাপতি আইনুল হক, সহ সভাপতি নয়ন দেব, অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম,সড়ক সম্পাদক জমির উদ্দীন, সদস্য সাদেক আলীসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন ।