আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ওয়ারেন্টের দুই আসামিকে গ্রেপ্তার করেছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ রাত ১.৩০ মিনিটে চিলাহাটির উত্তর কেতকীবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনুর রশিদ সুজন (৩২) কে এনজি আর ১৩/২২ মামলায় চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই হামিদুর ইসলাম,এসআই মতিয়ার রহমান, এএসআই আবু সুফিয়ান, এএসআই তরুণ চন্দ্র রায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
অপরদিকে গত ২৪ মার্চ রাতে দক্ষিণ চান্দ্খানা মুন্সিপাড়া গ্রামের নাসিম ইসলামের ছেলে রেয়াজুল হক ওরফে রেজাউল (১৯) জিআর ১২৫/২১ মামলায় এসআই হামিদুল ইসলাম ও এএসআই তরুণ চন্দ্র উক্ত আসামিকে গ্রেফতার করেছে।