Home » , » চিলাহাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন বিতরণ

চিলাহাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 08 March, 2022 | 12:49:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার চিলাহাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চিলাহাটি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় ক্ষতিগ্রস্থ পরিবারের কর্তা হামিদুল ইসলাম এর হাতে ঢেউটিন তুলে দেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল আলম ওহাবুল। 
উল্লেখ্য- গত ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হামিদুল ইসলামের পাঁচটি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এ পর্যন্ত সরকারী কোন অনুদান না পাওয়ায় হতাশায় ভুগছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।