Home » , » চিলাহাটিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর শাখা উদ্বোধন

চিলাহাটিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর শাখা উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 15 March, 2022 | 2:15:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে দেশের বৃহত্তম সুন্দরবন কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস প্রাইভেট লিমিটেড এর শাখার ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চিলাহাটি পুরাতন সিনেমা হলের সামনে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন ভোগডাবুড়ি ইউপির সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মতিয়ার রহমান, সমাজসেবক রুবাইয়াত হোসেন ডন, আরএনবি হাবিলদার সেলিম রেজা, সমাজসেবক, হাসান আলী প্রামানিক, আলম হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস চিলাহাটি শাখার ব্যবস্থাপনা পরিচালক আমান জানান- ডোমার থেকে চিলাহাটি দূরত্ব প্রায় ২০ কিলোমিটার হওয়ায় এ এলাকার মানুষদের প্রয়োজনীয় চিঠিপত্র এবং ডকুমেন্ট আনতে বিড়ম্বনার শিকার হয়। তাদের সুবিধার্থে আজ থেকে এই সার্ভিস চালু হলো।