Home » , » চিলাহাটিতে অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

চিলাহাটিতে অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

চিলাহাটি ওয়েব ডটকম : 22 February, 2022 | 4:09:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের সবকিছু পুড়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
জানা গেছে- চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কৈমারী পাড়া গ্রামে গতকাল সোমবার রাত ১১ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক রাজমিস্ত্রি হামিদুল ইসলামের ছেলে জানান- বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহূর্তের মধ্যে চতুরদিকে ছড়িয়ে পড়লে হামিদুল ইসলামের তিনটি পাকা থাকার ঘর, দুইটি কাঁচা ও রান্নাঘর মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে নগদ ১২ হাজার টাকা, চালের বস্তা, আসবার পত্র সর্বস্ব পুড়ে যায়। সব কিছু ক্ষয়ে ওই পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবতা জীবন যাপন করেছেন।