আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে উত্তরা ফাউন্ডেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে অফিস চত্বরে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক জামাল উদ্দিন আহমেদ জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদ তিতুমীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাবুড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু, কেতকীবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, ডিমলা সরকারি মহিলা কলেজের প্রফেসর মোজাফফর হোসেন কাজল।
বক্তব্য রাখেন- উত্তরা ফান্ডেশন চিলাহাটি প্রধান কার্যালয়ের ব্রাঞ্চ ম্যানেজার মজিবুল ইসলাম,সহকারী শিক্ষা প্রকল্প সমন্বয়কারী মমতাজুর রহমান একাউন্টেন্ট ফাতেমা আক্তার, ফিল্ড অফিসার ইমরান হোসেন, জিতেন সেন,কার্যকরী কমিটির সদস্য মাহবুবুল হক ওহাবুল, জিল্লুর রহমান ওরেন্স প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা অফিসার আজিনুর ইসলাম।