Home » » বিরামপুরে তিন জুয়াড়ীর কারাদন্ড

বিরামপুরে তিন জুয়াড়ীর কারাদন্ড

চিলাহাটি ওয়েব ডটকম : 27 January, 2022 | 7:34:00 PM


মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ প্রকাশ্য জুয়া খেলার অপরাধে তিন জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একজনের নগদ ৫'শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের ভ্রাম নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার(২৭ জানুয়ারী) দুপুর পৌনে দু'টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর সীমান্তবর্তী এলাকায় ছোট যমুনা নদীর ধারে প্রকাশ্য জুয়া খেলার সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ভ্রাম নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার ও বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স যৌথ অভিযান চালান। এসময় জুয়ার সরঞ্জামাদীসহ আজাদ (৬৫), শাহার উদ্দিন (৬৭), মিজানুর (৪৪), ও মাহফুজুর রহমান (৪২) কে গ্রেপ্তার করা হয়। অত:পর ঘটনা স্থলেই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে আজাদ (৬৫), শাহার উদ্দিন (৬৭), মিজানুর (৪৪) প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও মাহফুজুর রহমান (৪২) এর নগদ ৫'শত টাকা জরিমানা করেছেন। মোবাইল কোর্টে কারাদন্ড প্রাপ্তরা হলেন, হাকিমপুর উপজেলা খট্রামাধবপাড়া গ্রামের মৃত সোবাহানের ছেলে আজাদ (৬৫) ও একই গ্রামের মৃত জান বক্সের ছেলে শাহার উদ্দিন (৬৭), বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মিজানুর (৪৪) ও একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে মাহফুজুর রহমান (৪২)। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার মহোদয় তিন জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একজনের নগদ ৫'শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ১৮৬৭ প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় তিনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং একজনকে নগদ ৫'শত টাকা জরিমানা করা হয়েছে।