Home » » পীরগঞ্জে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান

পীরগঞ্জে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : 12 January, 2022 | 5:27:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ পীরগঞ্জ উপজেলার জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মনের আনন্দ ও চিত্র বিনোদনের জন্যে এ আয়োজন কা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে খ্যাত নামা কন্ঠ শিল্পী ও স্থানীয় প্রতিভাবান কন্ঠ শিল্পীদের নিয়ে গত সোমবার এ অনুষ্ঠান শুরু হয়েছে এবং বুধবার রাতে সমাপ্ত হবে বলে জানা গেছে। জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দীন এর আয়োজন করেন। অন্যান্যে মধ্যে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, গেষ্ট অব অনার থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (এসপিবিএম) ক্ষিতীশ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, পিআইও মোঃ তারিফুল ইসলাম, বিশেষ অতিথি ইউ’পি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক ইউ’পি চেয়ারম্যান হুমায়ুন কবীর, সলিমুল্লাহ নবাব, ইউ’পি সদস্য সাহের আলী, কন্ঠ শিল্পী নিজাম উদ্দীন জাহিন, স্বর্ণালী প্রিয়াঙ্কা, নকুল কুমার, হারুন কিসিঞ্জার সহ স্থানীয় অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।