আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি ও
মহান বিজয় দিবস। দিবসটি যথাযথ মর্যাদায়
পালনের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান
কমান্ড ভোগডাবুড়ি ইউনিয়ন শাখা একটি র্যালি পুরো চিলাহাটি বাজার প্রদক্ষিণ
শেষে চিলাহাটি সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়াও
বাংলাদেশ আওয়ামীলীগ কেতকীবাড়ী ও ভোগডাবুড়ি ইউনিয়ন শাখা, চিলাহাটি
মার্চেন্ট উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ, চিলাহাটি
সরকারি কলেজ, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন র্যালি শেষে
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। বিকালে চিলাহাটি
মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
ভোগডাবুড়ি ইউনিয়ন শাখার আয়োজনে চিলাহাটির ৫৯ জন বীর মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভোগডাবুড়ি ইউনিয়ন শাখার সভাপতি এ.কে.এম শাহাদাত হোসেনের
সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু, বীর
মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, ইকবাল হোসেন,
হামিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভোগডাবুড়ি ইউনিয়ন শাখার
সহ-সভাপতি এস.এম ইমরান, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠন সম্পাদক রতন,
সহ-সাংগঠনিক সম্পাদক মুন্নাবুল ইসলাম মুন প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভোগডাবুড়ি ইউনিয়ন শাখার সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল।