Home » » ডোমারে জলবায়ুর প্রভাব বিষয়ক সংলাপ

ডোমারে জলবায়ুর প্রভাব বিষয়ক সংলাপ

চিলাহাটি ওয়েব ডটকম : 13 December, 2021 | 3:49:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার ডোমারে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে জলবায়ুর প্রভাব বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ  সোমবার দুপুরে পল্লীশ্রী রিপ প্রকল্পের আয়োজনে এবং বিএমজেড ও নেটজ  বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রওশন আরা, প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, কৃষি অফিসার আনিসুর জামান, সমবায় অফিসার রাজেদুল আলম, সমাজসেবা অফিসার ফিরোজুল ইসলাম, শিক্ষক জাবেদুল ইসলাম সামবীম,পল্লীশ্রী রিপ প্রকল্পের ডোমার ইউনিটের ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার শামসুল হক।
বক্তব্য রাখেন- কেতকীবাড়ি ইউনিয়ন সচিব সোহেল রানা,ইউপি সদস্য বিনয় দেবনাথ, পল্লীশ্রী রিপ প্রকল্পের ডোমার ইউনিটের প্রজেক্ট একাউন্টেন অবিনাশ রায়,ফিল্ড ফ্যাসিলেটর আব্দুর রাজ্জাক,সাথী রানী,শিমন মুরমু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লীশ্রী ডোমার এর উম্মে হুমায়রা মৌ।
এসময় বক্তারা বলেন, জলবায়ুর প্রভাবে বর্তমানে ভয়াবহ রুপ ধারন করেছে। যার ক্ষতিকর প্রভাবগুলো ইতিমধ্যে আমাদের সমস্যার সম্মুখিন করছে। নদী ভাঙন, ঘূর্নিঝড় ও লবনাক্ততা পরিমান অনেক বেড়ে গেছে। সচেতনতার মাধ্যমে আমাদেরকে জলবায়ু পরিবর্তন রোধ করতে হবে।