আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি
সরকারী খাদ্য গুদামে চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ রোববার সকালে লাল ফিতা কেটে ধান সংগ্রহের উদ্ভোধন করেন চিলাহাটি
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন
মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মতলুুবুুর রহমান, ভোগডাবুড়ির কৃষক
আব্দুস সামাদ রাজু।
উক্ত উদ্বোধনীতে দোয়া পরিচালনা করেন চিলাহাটি রেলওয়ে
স্টেশন জামে মসজিদের পেশ ইমাম নুর আলম। সরকারী বিধি মোতাবেক চিলাহাটি
সরকারী খাদ্য গুদামে ভোগডাবুরী, কেতকীবাড়ী,গোমনাতী,বামুনিয়া ও জোড়াবাড়ী
ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি হিসাবে ধান সংগ্রহ করা
হচ্ছে।