দিনাজপুরের পার্বতীপুর উপজেলার শহরতলীর একটি দরিদ্র পরিবার আবুল কালামের বাড়ি অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে ধ্বংস স্তুপে পরিণত হয়েছে। ঘরের আসবাবপত্র শিশুদের বই পুস্তক, কাপড়-চোপড়, হাড়ি-পাতিল সব পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে। এক কাপড়ে পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে।
আজ শুক্রবার উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ঘনটাস্থল পরিদর্শন করেছেন।
এসময় ব্যক্তিগত তহবিল থেকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজিফুল ইসলাম প্রামানিক খাওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন। সেই সাথে আগামী রবিবার একটি দরখাস্তের মাধ্যমে উপজেলা প্রশাসন কে জানাতে বলেছেন।
জানা যায়, পরিবারটি স্বামী-স্ত্রী শীতকালিন পীঠা বিক্রি করে জীবিক নির্বাহ করেন।
ঘটনা সময়েও তারা বাড়ির পাশে রাস্তায় এ কাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ প্রতিবেশীদের আত্ম চিৎকারে বাড়ীতে দৌড়ে গিয়ে দেখেন সবই শেষ। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও ছাই ছাড়া আর কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিদ কায়সার রিয়াদের সাথে কথা হলে বলেন, বিষয়টি অত্যান্ত মানবিক। তিনিও নিয়ম পন্থার মধ্যে ঘর নির্মাণের জন্য সাহায্যের আবেদন জানাতে পরামর্শ দেন।