Home » , » চিলাহাটিতে পল্লীশ্রী'র হাঁস-মুরগি বিতরণ

চিলাহাটিতে পল্লীশ্রী'র হাঁস-মুরগি বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 09 November, 2021 | 3:33:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে পল্লীশ্রী এর সদস্যদের মাঝে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কেতকিবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে রিপ প্রকল্প'-এর সহযোগিতায় পল্লীশ্রী' উপকারভোগী ২০০ সদস্যদের মাঝে হাঁস ও মুরগি তুলে দেন কেতকীবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক।
এ সময় ইউপি সদস্য দুলাল সাহা, ফিল্ড ফ্যাসিলেটর আব্দুর রাজ্জাক সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।