Home » , » চিলাহাটিতে ওয়ারেন্টের আসামি গ্রেফতার

চিলাহাটিতে ওয়ারেন্টের আসামি গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : 18 November, 2021 | 3:34:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ওয়ারেন্ট ভুক্ত জিআর নং ১৪/২০(Do) আসামী আমিনুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল বুধবার রাতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হামিদুল ইসলাম সংগীয় এএসআই তরুন রায় ও ফোর্সসহ তাকে গ্রেফতার করে ‌। গ্রেফতারকৃত আসামি গোসাইগঞ্জ শিমুলতলী গ্রামের মৃত. আনসার আলীর ছেলে।