Home » , » চিলাহাটিতে ওয়ারেন্টের তিন আসামি গ্রেফতার

চিলাহাটিতে ওয়ারেন্টের তিন আসামি গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : 19 November, 2021 | 6:27:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ওয়ারেন্ট ভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আজ শুক্রবার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হামিদুল ইসলাম সংগীয় এএসআই তরুন রায় চিলাহাটি বাজারের মৃত. সিদ্দীক মিয়ার ছেলে রোমেল সরকার রুমেল (৫৫) কে- ওয়ারেন্ট মুলে (জিআর ২৪৩/১৭) গ্রেফতার করেছে।
এর আগে গত ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হামিদুল ইসলাম সংগীয় এসআই শাহীন মিয়া চিলাহাটির ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ গ্রামের মৃত. জফির উদ্দিনের ছেলে হুমায়ুন কবীর (৪৫) কে- ওয়ারেন্ট মুলে (পারি ডিং ১১/১০) গ্রেফতার করেছে।
গত ১৭ নভেম্বর (বুধবার) চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হামিদুল ইসলাম সংগীয় এএসআই তরুন রায় ও ফোর্সসহ চিলাহাটির গোসাইগঞ্জ শিমুলতলী গ্রামের মৃত. আনসার আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৮) কে- জিআর নং ১৪/২০(Do) ওয়ারেন্টে গ্রেফতার করা হয়।