Home » » খানসামায় ১৮শত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

খানসামায় ১৮শত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 26 October, 2021 | 2:38:00 PM

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৮শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ১৯ প্রকার শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফের সহায়তায় খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এস এম এ মান্নান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন,খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বুলবুল,স্কুল শিক্ষক ও শিক্ষার্থীগণ।